×

তথ্যপ্রযুক্তি

নীতিমালা ভেঙ্গে ইউটিউবে ৯০ হাজার ভিডিও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৩:১৪ পিএম

নীতিমালা ভেঙ্গে ইউটিউবে ৯০ হাজার ভিডিও
ইউটিউব অন্তত ১০ লাখ এমন ভিডিও খুঁজে পেয়েছে যেগুলো কোনো না কোনোভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সম্পর্কিত। এর মধ্যে অন্তত ৯০ হাজার ভিডিও ইউটিউবের নীতিমালা ভঙ্গ করেছে বলে দাবি করেছে মাধ্যমটি। জনপ্রিয় ভিডিও মাধ্যমটি গত কিছুদিন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত ভিডিও চিহ্নিত করার কাজ জোরদার করেছে। এ কাজ করতে গিয়ে এসব বিষয়ের খোঁজ মিলেছে। মাধ্যমটি তাদের প্রথম প্রান্তিকে এই ভিডিওগুলোর দেখা পেয়েছে বলে জানায় সংবাদমাধ্যম সিনেট। মাধ্যমটি বলছে, তারা যুক্তরাষ্ট্রের সিনেটে যে চিঠি পাঠিয়েছে সেখানে বলেছে, তারা এসব কনটেন্ট চিহ্নিত ও সরিয়ে ফেলতে প্রতিবছর কোটি কোটি ডলার খরচ করছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ইউটিউব, ফেসবুককে সন্ত্রাসবাদে জড়িত এমন কনটেন্ট বিষয়ে জানতে চাওয়া হয়। সেখানেই এমন উত্তর দিয়েছে গুগলের প্রতিষ্ঠানটি। তবে আরেক সামাজিক মাধ্যম ফেসবুক কোন যোগাযোগই করেনি বলেও প্রতিবেদনে বলা হচ্ছে। এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলছে, তারা নিউজিল্যান্ডের ঘটনাতেও ফেসবুকের ব্যর্থতা দেখতে পেয়েছে। যা চরম হতাশার। দিন দিন এসব মাধ্যমকে ব্যবহার করে নানা ধরনের অনৈতিক কার্যকলাপ করা হচ্ছে। যা সম্প্রতি অনেকে বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App