×

বিনোদন

কান শর্ট ফিল্ম কর্নারে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০১:১০ পিএম

কান শর্ট ফিল্ম কর্নারে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’
ফ্রান্সের ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশিরের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ অন্তর্ভুক্ত হয়েছে। সারা বিশ্ব থেকে জমা পড়া কয়েক হাজার চলচ্চিত্রের মধ্য থেকে এবারের আসরে বিভিন্ন দেশের মোট ৯২৪টি চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে কান শর্ট ফিল্ম কর্নারে, যা চলবে ২০ মে থেকে ২৫ মে পর্যন্ত। ইতোমধ্যেই চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের সনদপ্রাপ্ত হয়েছে। চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, ‘কান শর্ট ফিল্ম কর্নারে এবার আমাদের চলচ্চিত্রটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে ভালো লাগছে, বিশেষ করে যেহেতু এটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, তাই ভালো লাগার মাত্রাটা বেশি। বিশ্বে বাংলা চলচ্চিত্রের বাজার তৈরি করতে এটি একটি প্রচেষ্টামাত্র।’ ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, ইরান, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজেরিয়া এবং ভারতের ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা, বন্যা, সজীব, মানিক, শুভ, পান্না, দ্বীপ, রাব্বি, সাচ্চু, অলোক, আল-আমিন, হাসান, রইচসহ আরো অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। প্রযোজনা করেছে ডিজিসুগার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App