×

খেলা

শেষ হচ্ছে লিগ পর্বের লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০৩:১৮ পিএম

শেষ হচ্ছে লিগ পর্বের লড়াই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠেছে গত ২৩ মার্চ । দেখতে দেখতে টুর্নামেন্টটির চলতি আসর প্রায় শেষের দিকে চলে এসেছে। চলতি আইপিএলের লিগ পর্বের লড়াই শেষ হচ্ছে আজ। লিগ পর্বের শেষদিনে দুটি ম্যাচ মাঠে গড়াবে। যেখানে দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লড়বে কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্ব শেষে মাঝখানে একদিন বিরতির পর আগামী মঙ্গলবার থেকে শুরু হবে প্লে অফ রাউন্ডের খেলা। বরাবরের মতো এবারো প্লে অফ রাউন্ডকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে- কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল প্লে অফ রাউন্ডের প্রথম দিন কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হবে। এ ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালের টিকেট পাবে। আর টেবিলের তৃতীয় ও চতুর্থ নম্বরে থাকা দুটি দল খেলবে এলিমিনেটর ম্যাচে। ম্যাচটিতে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বাদ পড়বে, জয়ী দল প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে। সেখানে জয়ী দল ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে। ফাইনাল ম্যাচটি হবে আগামী ১২ মে। ইতোমধ্যে ৩টি দল প্লে অফ রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করেছে। দলগুলো হলো- চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে এখন শীর্ষে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। টেবিলের তিন নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও ১৬। তবে নেট রান রেটে মুম্বাইয়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দলটি। চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকেট পাওয়ার দৌড়ে আছে এখন দুটি দল। এগুলো হলো- সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। দুদলই ইতোমধ্যে ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে দুদলের নামের পাশেই রয়েছে সমান ১২ পয়েন্ট করে। নেট রান রেটে অবশ্য কলকাতার চেয়ে কিছুটা এগিয়ে আছে হায়দরাবাদ। টেবিলের সপ্তম স্থানে থাকা রাজস্থান রয়্যালসের সামনেও সুযোগ আছে সেরা চারে খেলার। তবে তাদের জন্য সমীকরণটা বেশ কঠিন। সে ক্ষেত্রে কলকাতা ও হায়দরাবাদ দুটি দলকেই নিজেদের শেষ ম্যাচে হারতে হবে। আর নিজেদের শেষ ম্যাচটি অবশ্যই জিততে হবে রাজস্থানকে। চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় এখন শীর্ষে আছেন সাররাইজহার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ১২ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে ৬৯২ রান করেছেন তিনি। অন্যদিকে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় শীর্ষে আছেন দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ১৩ ম্যাচে ৫২টি ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইলের নামের পাশে আছে ১২ ম্যাচে ৩২ ছক্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App