×

জাতীয়

ময়মনসিংহ সিটি নির্বাচনে ৬০ শতাংশ ভোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০৮:২১ পিএম

ময়মনসিংহ সিটি নির্বাচনে ৬০ শতাংশ ভোট

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ (ছবি: সংগৃহীত)।

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আজ (রোববার) অনুষ্ঠিত এই নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ৬০ শতাংশ ভোট পরার তথ্য দেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজকে। এটি একটি নবগঠিত সিটি করপোরেশন। এখানে ইতোমধ্যে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। ফলে নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মধ্যে ভোটগ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখানকার ১২৭টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। আমরা কোনো অনিয়ম বা আইনশৃঙ্খলার অবনতি বা ইভিএমে ভোটগ্রহণে কোনো অসুবিধা হয়েছে – এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। খুব শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিয়েছে। আমাদের এ পর্যন্ত যে তথ্য আছে, শতকরা ৬০ ভাগের কাছাকাছি লোক ইভিএমে ভোট দিয়েছে। বিশেষ করে নারীরা ইভিএমের ভোটে অংশগ্রহণ করেছে।’

ইসির তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটির ৩৩ সাধারণ ওয়ার্ডে ২৪২ এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই সিটিতে ভোটার দুই লাখ ৯৬ হাজার ৯৩৪ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৬ হাজার ৪৫৫ এবং নারী এক লাখ ৫০ হাজার ৪৭৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App