×

খেলা

মোস্তাফিজের পাশে ফোকস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০৩:৩৮ পিএম

মোস্তাফিজের পাশে ফোকস
টাইগার পেসার মোস্তাফিজুর রহমান এতদিন বিরল এক রেকর্ডের মালিক ছিলেন। টেস্ট ও ওয়ানডে দুই ফরমেটে অভিষিক্ত হওয়ার ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ড কাটার মাস্টারের দখলে ছিল। এবার বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের পাশে এই রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন ফোকস। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে ইংরেজদের জয়ের নায়ক ছিলেন। দারুণ নৈপুণ্যের কারণে ম্যাচসেরা পুরস্কার জিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ডে নাম তুলেছেন তিনি। তবে ফোকসের আগেই কাটার মাস্টার টেস্ট ও ওয়ানডে ফরমেটে অভিষেক ম্যাচে নিজের চমক দেখিয়েছেন। ২০১৫ সালের ১৮ জুন ভারতকে হারানো সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজ ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন। পরের মাসে চট্টগ্রামে ড্র হওয়া টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের হাতে-পায়ে কাঁপুনি ধরিয়ে হয়েছিলেন ‘ম্যান অব দ্য ম্যাচ’। তাই ক্রিকেট ইতিহাসে মোস্তাফিজ ও ফোকস ছাড়া আর কেউই টেস্ট ও ওয়ানডে ফরমেটে অভিষেক ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার কীর্তি গড়তে পারেননি। গত পরশু আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ ম্যাচে ইংলিশদের বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস। প্রথমে ব্যাট করে খুব বেশি রান তুলতে পারেনি স্বাগতিকরা। ৪৩.১ ওভারে গুটিয়ে যায় ১৯৮ রানে। এই রান তাড়া করতে নেমেই ৬৬ রানে ইংল্যান্ডের ৫ উইকেট নেই! রুট, মরগান, মালান, ভিন্সদের কেউ টিকতে পারেননি। এখান থেকে ১০১ রান তুলতে খুইয়েছে আরো এক উইকেট। বেন ফোকসের ৬১ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ৪ উইকেটের ব্যবধানে, ১৮ বল হাতে রেখে। গত বছর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষিক্ত ফোকস ম্যাচসেরা হয়েছিলেন। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App