×

জাতীয়

ইভিএমে ভোট নেয়া হবে সব কেন্দ্রেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১০:৩৮ এএম

ইভিএমে ভোট নেয়া হবে সব কেন্দ্রেই
আজ রবিবার নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১২৭টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত ইকরামুল হক টিটুকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই এখন শুধু কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিটির ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৪২ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ প্রার্থীসহ মোট ৩১২ জন প্রার্থী নির্বাচনে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম পুলিশসহ পর্যাপ্ত আইন প্রয়োগকারী সদস্য নিয়োজিত করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ইভিএম দেখভালের জন্য প্রতিটি কেন্দ্রে ২ জন সেনাসদস্য ও একজন এক্সপার্টসহ মোট ৩ জন এক্সপার্ট নিয়োজিত করা হয়েছে। ইভিএমে কোনো রকম সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সমাধান দেয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলীমুজ্জামান। তিনি বলেছেন, ইভিএম এমন একটি পদ্ধতি, একজনের ভোট আরেকজন দিতে পারবে না, যার মাধ্যমে জালভোট দেয়ারও কোনো সুযোগ নেই। ইভিএম কার্যকর করতে ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে মগ (অনুশীলন) ভোটিং করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলীমুজ্জামান শুক্রবার সন্ধ্যায় তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন মোবাইল ম্যাজিস্ট্রেট, ১৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২২ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি) স্ট্রাইকিং, আনসার ব্যাটালিয়ন টিম ৩টি, ৩৩টি ওয়ার্ডে ৩৩টি পুলিশের মোবাইল টিম এবং আরো ১১টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হচ্ছে। ৫৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশসহ ৫ জন অস্ত্রধারী মোতায়েন থাকবে। ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট কেন্দ্র ১২৭টি, মোট ভোটকক্ষ-৮৩০টি, মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App