×

খেলা

আলোচনায় শ্রীলঙ্কার জার্সি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০২:৫৯ পিএম

আলোচনায় শ্রীলঙ্কার জার্সি
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের জল্পনা-কল্পনার শেষ নেই। গত পরশু উন্মোচিত হয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি। তবে এবার ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে লঙ্কানরা যাচ্ছে বেশ অস্বস্তি নিয়ে। মাঠের পারফরমেন্স তো বিবর্ণই, মাঠ ও মাঠের বাইরে দলকে নিয়েও আছে নানা বিতর্ক। কিন্তু শ্রীলঙ্কা প্রশংসা কুড়িয়েছে নিজেদের বিশ্বকাপ জার্সির মাধ্যমে। কলম্বোর তাজ সমুদ্র হোটেলে গত পরশু এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে লঙ্কার বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। এ সময় প্রদর্শন করা হয় দলের অনুশীলন জার্সিও। সমুদ্রে ফেলা প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করা এই জার্সি কেড়ে নিয়েছে বিশেষ আকর্ষণ। সমুদ্রকে বাঁচানোর জন্য বিশ্বকাপ জার্সিকে একটি বার্তা হিসেবে ব্যবহৃত করতে চেয়েছে দ্বীপদেশটি। মূল জার্সি, অর্থাৎ যে জার্সি পরে বিশ্বকাপে দল ম্যাচ খেলতে মাঠে নামবে তাতে রয়েছে প্রচলিত গাঢ় নীল ও হলুদ রংয়ের মিশ্রণ। এ ছাড়াও রয়েছে গ্রাফিক্সের কারুকাজ। জার্সির বুকে বড় করে সাদা রংয়ে লেখা রয়েছে শ্রীলঙ্কা। অনুশীলনের জন্য তৈরি করা জার্সিতে নীল ও কালো রঙের মতো গাঢ় রংয়ের আধিক্য। আর এর বুকে রয়েছে দলের স্পন্সর কেন্ট মিনারেল ওয়াটার পিউরিফায়ারের লোগো। জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশ্বকাপে দলের অধিনায়ক করুনারতে্ন হাতে জার্সি তুলে দেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি ও কর্মকর্তারা। এ ছাড়াও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App