×

খেলা

আজ মাঠে নামছে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০৩:৫২ পিএম

আজ মাঠে নামছে টাইগাররা
বাংলাদেশ, আয়ারল্যান্ড ও উইন্ডিজের অংশগ্রহণে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। সিরিজে স্বাগতিক হিসেবে খেলছে আইরিশরা। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ^ চ্যাম্পিয়ন উইন্ডিজ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার। ম্যাচটিতে টাইগারদের প্রতিপক্ষ ক্যারিয়াবীয়রা। ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজের সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। আর খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও সনি টেন। সিরিজে অংশ নিতে গত বৃহস্পতিবারই আয়ারল্যান্ডে পৌঁছেছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই সিরিজের ম্যাচগুলো হবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড ও দ্য ভিলেজ নামক স্টেডিয়ামে। টাইগাররা এখন ডাবলিনেই অবস্থান করছে। গত দুইদিন অনুশীলনও করেছে তারা। এদিকে মূল লড়াইয়ে মাঠে নামার আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্টিভ রোডসের শিষ্যরা। একমাত্র এই প্রস্তুতি ম্যাচটিতে টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আয়ারল্যান্ড উলভসকে। ম্যাচটির ভেন্যু ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব স্টেডিয়াম। টাইগারদের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসের মধ্যকার এই প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে আয়ারল্যান্ড উলভসকে নেতৃত্ব দেবেন হ্যারি হেক্টর। এ ছাড়া দলে আছেন ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মিডল অর্ডার ব্যাটসম্যান জেমস শ্যানন ও পেসার ট্রাইওন। প্রস্তুতি ম্যাচ নিয়ে গতকাল এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এন্ড্রু হোয়াইট বলেন, একই দিন দুটি খেলা মাঠে গড়াবে। একদিকে ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে আয়ারল্যান্ড জাতীয় দল। আর অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে আয়ারল্যান্ড উলভস। এটি আমাদের জন্য ইতিবাচক। কেননা, এর মধ্য দিয়ে আমরা ২২ জন ক্রিকেটারের পারফরম্যান্স মূল্যায়ন করার সুযোগ পাচ্ছি। প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচের মধ্য দিয়েই আয়ারল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার বড় সুযোগ পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। আয়ারল্যান্ডে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। উইন্ডিজ তো প্রতিপক্ষ হিসেবে এমনিতেই কঠিন। স্বাগতিক আয়ারল্যান্ডকেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। জশ লিটিল, টিম মার্টাগ ও কেভিন ব্রায়ানদের নিয়ে গড়া আইরিশদের পেস অ্যাটাকটা দারুণ ভয়ঙ্কর। তারা যে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের কঠিন পরীক্ষা নেবেন তাতে কোনো সন্দেহ নেই। এ ছাড়া আয়ারল্যান্ডের মাটিতে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের। তাই অপরিচিত কন্ডিশনের সঙ্গে পেসবান্ধব পিচে মানিয়ে নেয়াটাও সহজ হবে না টাইগারদের জন্য। তবে ত্রিদেশীয় এই সিরিজের ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ^াসী স্টিভ রোডসের শিষ্যরা। টাইগাররা আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের ৬ জয়ের বিপরীতে আইরিশদের জয় মাত্র ২টি। এ ছাড়া পরিত্যক্ত হয়েছে অবশিষ্ট একটি ম্যাচ। আয়ারল্যান্ডের মাটিতে দুদল ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ২টিতে জিতেছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ড জিতেছে একটি ম্যাচ। এ ছাড়া অপর ম্যচটি পরিত্যক্ত হয়েছে। অপরদিকে উইন্ডিজ ও বাংলাদেশ দল এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের পাল্লাটা উইন্ডিজের দিকেই বেশি ভারী। ক্যারিবীয়রা ২১টি ম্যাচ জিতেছে। আর টাইগারদের জয় আছে ১১টি। তাছাড়া পরিত্যক্ত হয়েছে অবশিষ্ট ২টি ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App