×

আন্তর্জাতিক

১৪৩ আরহী নিয়ে সেন্ট জন্স নদীতে মিয়ামি এয়ারের বিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০১৯, ১২:০৩ পিএম

১৪৩ আরহী নিয়ে সেন্ট জন্স নদীতে মিয়ামি এয়ারের বিমান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অল্পের জন্য রক্ষা পেয়েছেনন বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ১৩৬ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য। ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডার সেন্ট জন্স নদীতে গিয়ে পড়ে মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি একটি নৌ-বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। বিমানটি গুয়ান্তানামো বে থেকে যাত্রা করেছিল। তবে ওই দুর্ঘটনায় বিমানের সব যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে বিমানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বিমানটি যেখানে গিয়ে পড়েছে সেখানে পানি কম ছিল। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ফলে যাত্রীদের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় বিমানের সব যাত্রী নিরাপদে আছেন। ২১ জন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো আঘাতই তেমন গুরুতর নয়। জ্যাকসনভিলের মেয়র টুইটারে জানিয়েছেন, বিমানের সমস্ত আরোহীই অক্ষত আছেন। আপাতত ওই বিমানের জ্বালানি যাতে নদীতে মিশে পানি দূষিত না করে, সেই চেষ্টা করা হচ্ছে। স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি যে সময় অবতরণের চেষ্টা করছিল তখন ভারী বজ্রপাত হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটিতে ১৩৬ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App