×

জাতীয়

বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে ফণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০১৯, ১২:৪৮ পিএম

বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে ফণী
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া ঝূর্ণিঝড় ফণী এখন অবস্থান করছে চুয়াডাঙ্গা, রাজবাড়ি, মানিকগঞ্জ অঞ্চলে। এর প্রভাবে এসব এলাকায় ঝড়ো হাওয়া বইছে। ফণী ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের দিকে। আবহাওয়া অফিস জানিয়েছে, পাঁচ থেকে ছয় ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থানের পর দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ফণী। আগামীকাল বিকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেও এখনো বাংলাদেশের স্থলভাগে ঘূর্ণিঝড় হিসেবেই অবস্থান করছে ফণী। পাঁচ থেকে ছয় ঘণ্টা পর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তিনি আরও বলেন, ফণী বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে অগ্রসর হচ্ছে, তার যাত্রাপথে যেসব এলাকা পড়বে সেখানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তার সঙ্গে ভারী বর্ষণও হতে পারে। ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। উত্তাল রয়েছে সাগর। বৈরি আবহাওয়ায় নদী পথে সব ধরণের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। ফণী’র কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেয়া ৭ নম্বর বিপদ সংকেত এখনো বহাল আছে। একই সতর্কতা জারি রয়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ এসব জেলার চরাঞ্চলে। এছাড়া চট্টগ্রাম বন্দরে এখনও ৬ নম্বর বিপদ সংকেত বহাল আছে। এই সতর্কতা দেখাতে বলা হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং আশপাশের চরগুলোতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App