×

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০১৯, ০৬:৫১ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে প্রায় ২৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে এখন পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হয়নি। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।

এর আগে শুক্রবার বেলা ২টা থেকে ফণীর প্রভাবে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল শুরু হলেও এখন পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হয়নি। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ফণীর কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ২৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘসময় পর ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এ রুটের যাত্রীরা। ফণীর প্রভাবে রাজবাড়ীর আকাশ এখনো মেঘাচ্ছন্ন। জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন বলেন, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় বিকেল সাড়ে ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। নদী পারের অপেক্ষায় যেসব যানবাহন সিরিয়ালে রয়েছে, ফেরি চলাচলে ব্যাহত না হলে দ্রুত সে চাপ কমে যাবে। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App