হিমালয়ের দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শিগগির ভারত ও চীনে রেল যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (০৩ মে) নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জানিয়েছেন, নেপাল, ভারত এবং চীনের সঙ্গে কাঠমান্ডুর রেল যোগাযোগ স্থাপন করবে। আগামী দুই বছরের মধ্যে রেলপথ নির্মাণ কাজ শুরু হবে।
নেপালের পার্লামেন্টে প্রেসিডেন্ট বলেন, ভারত ও চীন উভয়কে কাঠমান্ডুর সঙ্গে সংযুক্ত করা হবে বীরগঞ্জ সীমান্ত থেকে কাঠমান্ডু এবং রেসুওগাধি সীমান্ত থেকে কাঠমান্ডুতে রেলপথ নির্মাণ করবে। এর জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করা হবে।
এ সময় বিদ্যা দেবী ভান্ডারি আরও বলেন, আগামী অর্থবছরে নেপাল ও ভারতের মধ্যে প্রথম ট্রান্স সীমান্ত রেলওয়ে করার পরিকল্পনাও হাতে নেওয়া হবে। আগামী অর্থবছরে রেলপথ নির্মাণ শুরু হবে জয়নগর-বিজলপুরা ও ভারতের বাথনাহা থেকে বিরাটনগরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।