×

খেলা

শুরুর আগেই আম্পায়ার বাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৪:২৪ পিএম

শুরুর আগেই আম্পায়ার বাদ
আগামী ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। সে হিসেবে বাকি আছে আর মাত্র ২৭ দিন। সফল একটি বিশ্বকাপ আয়োজনে ইতোমধ্যে প্রস্তুত আয়োজক ইংল্যান্ড ও ওয়েলশ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদের দিক থেকে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। গত সপ্তাহে আসন্ন বিশ্বকাপে আম্পারিংয়ের দায়িত্বে থাকবেন এমন ১৬ জনের তালিকাও প্রকাশ করেছে আইসিসি। সে তালিকা থেকে ছাঁটাই করা হয়েছে একজন আম্পায়ারকে। তিনি হলেন ভারতের সুন্দারাম রবি। আইসিসির আম্পায়ার্স কমিটির আলোচনায় সুন্দারামকে বিশ্বকাপে আম্পারিংয়ের দায়িত্ব থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অথচ আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র আম্পায়ার ছিলেন তিনি। বর্তমানে ৫৩ বছর বয়সী সুন্দারাম রবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে আম্পায়ারিং করছেন। কিন্তু তার আম্পায়ারিং নিয়ে রয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচের শেষ বলে লাসিথ মালিঙ্গার পরিষ্কার ‘নো বল’ এড়িয়ে যাওয়ার পর থেকেই সুন্দারামের আম্পায়ারিং নিয়ে বিতর্ক শুরু হয় সর্বত্র। ওই ম্যাচটি ৬ রানে হেরে যায় ব্যাঙ্গালুরু। ম্যাচ শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি তো সরাসরিই সুন্দারামের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, আমরা আইপিএল খেলছি। এটা কোনো ক্লাব ক্রিকেট নয়। শেষ বলে সুন্দারামের দেয়া সিদ্ধান্তটা হাস্যকর ছিল। আম্পায়ারদের তো চোখ খোলা রাখা উচিত। এটা এক ইঞ্চি দূরত্বের নো বল ছিল। এদিকে কেন সুন্দারামকে এলিট প্যানেল থেকে সরিয়ে দেয়া এবং বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা থেকে ছাটাই করা হয়েছে সে বিষয়ে আইসিসি বক্তব্য, এলিট প্যানেলে টিকে থাকা বেশ কঠিন। টপ লেভেলের খেলায় অনেক প্রতিদ্বন্দ্বিতা ও চাপ থাকে। গত কয়েক বছরের এলিট প্যানেলে থাকা ১২ জন আম্পায়ারের মধ্যে সবচেয়ে বাজে রিপোর্ট সুন্দারাম রবির। তাই আলোচনা সাপেক্ষে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App