×

জাতীয়

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৫:৫১ পিএম

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিদ্যুতায়িত বাড়ির ছাদের ছবি

রংপুরের চারতলা মোড় এলাকার বনানীপাড়ায় চুরি ঠেকাতে ছাদের গ্রিল বিদ্যুতায়িত করে রাখলে ভুলে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০৩ মে) দুপর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাজমহল বেগম (৬০), মেয়ে তানিয়া বেগম (২৩), শিশু তাজ মিয়া (৭)।

রংপুর মেট্টোপলিটন পুলিশ কোতয়ালী জোনের সহকারী কমিশনার জমির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনতলা ঐ বাড়িটিতে চুরি ঠেকাতে চারদিকে জি আই তার দিয়ে বিদ্যুৎসংযোগ দেওয়া ছিল। দুপুরের দিকে ওই বাড়ির বাসিন্দা নানী তাজমহল, মেয়ে তানিয়া বেগম ও শিশু তাজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের একটি টিম গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। কিছুক্ষণ পর তিনজনই মারা যায়।

এ বিষয়ে রংপুর মেট্টোপলিটন পুলিশ কোতয়ালী জোনের সহকারী কমিশনার জমির উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App