×

খেলা

ফণীর কারণে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৬:৫০ পিএম

ফণীর কারণে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল বাতিল

বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন

বাতিল হয়ে গেল বঙ্গমাতা অনূর্ধ্ব - ১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল ম্যাচ। ঘূর্ণিঝড় ফণী আঘাত হানায় ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হয়েছে টুর্নামেন্ট আয়োজক কমিটি।

এদিকে ফাইনাল ম্যাচ বাতিল হওয়ায় প্রতিযোগিতার দুই ফাইনালিস্ট স্বাগতিক বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

এর আগে, সেমিফাইনালে বাংলাদেশ মঙ্গোলিয়াকে ৩-১ গোলে এবং লাওস কিরগিজস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ফেভারিট থাকলেও পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেছে লাওসের মেয়েরা।

দেশের মাটিতে এবারই প্রথম আয়োজিত হয় বঙ্গমাতা অনূর্ধ্ব - ১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপ। টুর্নামেন্টের প্রথমদিকের ম্যাচগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন হলেও, ফাইনালের আগে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জাগে শঙ্কা। দুপুরের পর বৃষ্টি আর বাতাস যেভাবে শুরু হয়েছিল, তাতে একপ্রকারে বোঝাই যাচ্ছিল ম্যাচটি মাঠে গড়াতে পারবে না। শেষতক, আবহাওয়া অনুকূলে না থাকায় ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত করে বাংলাদেশ ও লাওসকে টুর্নামেন্টের জয়ী ঘোষণা করতে করতে বাধ্য হয় আয়োজক কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App