×

আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দরে ২০০ ফ্লাইট বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৩:৪৯ পিএম

কলকাতা বিমানবন্দরে ২০০ ফ্লাইট বাতিল
ফণীর ছোবল মোকাবিলায় পূর্বের ঘোষণা পাল্টে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার (০৪ মে) সকাল ৮টা পর্যন্ত প্লেন ওঠা-নামা বন্ধ থাকবে। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গে ফণীর প্রভাব বেড়ে যাওয়া এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ঘূর্ণিঝড়টির ভয়াবহ তাণ্ডব দেখে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ প্লেন চলাচলের নতুন সময় নির্ধারন করে বাতিল করে দেয় বিমানবন্দরটির প্রায় ২০০ ফ্লাইট। এর আগে বৃহস্পতিবার (০২ মে) রাতে ভারতীয় অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ ঘোষণা দিয়েছিল, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার (০৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরটিতে থাকা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওড়িশার (বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর) ভুবনেশ্বর বিমানবন্দরেও প্লেন ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কতোগুলো ফ্লাইট। ডিজিসিএর এক উপদেষ্টা জানিয়েছেন, নিরাপত্তার জন্য অগ্রিম এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে বা ইতিবাচক কোনো সংকেত পেলে পরেই এসব এলাকায় আবার ফ্লাইট চালু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App