×

সাময়িকী

প্রোলিতারিয়েত ওম | মজিদ মাহমুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৮:২৩ এএম

  তোমার কি মনে আছে মাহফুজা সেই কনসেনট্রেশন ক্যাম্পের দিন বরফের ওপর দিয়ে খেদিয়ে নিয়েছিলে শৃঙ্খলিত শ্রমিকের দল তুমিই তো পায়ের তলে জ্বালিয়ে দিয়েছিলে প্রোলেতারিয়েত ওম তোমার শতচ্ছিন্ন আঁচলে ঝরে পড়ছিল কাস্তের শোভা তোমার পতাকার নিচে জড়ো হয়েছিল যেসব তরুণের দল আজ তাদের আত্মার ইউটোপিয়া শ্রমের ন্যায্যতা শান্তিতে ঘুমায় তুমি আবার একটি পতাকার তলে তাদের স্বপ্ন পল্লবিত করে মানুষের সন্তানদের করে আনো ঘরের বাহির আমরা এখনো আগুন ও বরফের পথের মধ্য দিয়ে চাপাপড়া খনিশ্রমিকের কঙ্কালের ভেতর থেকে শুনতে চাই তোমার সঙ্গীতের গান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App