×

আন্তর্জাতিক

ওড়িশায় ফণীর আঘাতে নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৩:৩২ পিএম

ওড়িশায় ফণীর আঘাতে নিহত ৬
ভারতের ওড়িশা রাজ্যের পুরী উপকূলে শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে এখন পর্যন্ত পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আজ শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে প্রায় ২০০ কিলোমিটার বেগে রাজ্যের গোপালপুর ও পুরীতে আছড়ে পড়ে ফণী। ঝড়ের দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় গাছ-পালা উপড়ে পড়েছে। বিদ্যৎহীন হয়ে গেছে রাজ্যের বিভিন্ন অঞ্চল। উপকূলবর্তী বহু গ্রামে পানি ঢুকে পড়েছে। অনেকের ঘরবাড়িও ভেঙে গেছে। ঝড়ে পুরীর সাক্ষীগোপালে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। আর রাজ্যের কেন্দ্রাপাড়ায় ঝড়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা মারা যান। এছাড়া বিভিন্ন এলাকায় ঝড়ে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের ফলে মন্দিরের শহর পুরীর বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ বহু এলাকায় ঝড় হাওয়া প্রবাহিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ফণীর গতিপথে ওড়িশার প্রায় ১০ হাজার গ্রাম এবং ৫২টি শহর পড়বে। এসব অঞ্চেলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালিয়ে ফণী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগোচ্ছে। ১৯৯৯ সালের ওড়িশার পারাদ্বীপে সুপার সাইক্লোনের পর এই সাইক্লোন ফণী সব থেকে বেশি শক্তিশালী ও মারাত্মক। উড়িষ্যার ওই সাইক্লোনে প্রাণ গিয়েছিল প্রায় ১০ হাজার মানুষের। ব্যাপক প্রাণহানির আশঙ্কায় উড়িষ্যার উপকূলের ১৫ জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ মানুষ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App