×

খেলা

ইতিহাস গড়তে প্রস্তুত মৌসুমীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৪:১৪ পিএম

ইতিহাস গড়তে প্রস্তুত মৌসুমীরা
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী এই ম্যাচে লাওসের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ঘরের মাঠে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে মরিয়া বাংলাদেশের দুরন্ত মেয়েরা। ৬ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ও লাওস ছাড়াও অংশ নেয়া অবশিষ্ট দলগুলো হলো মঙ্গোলিয়া, কিরগিজস্তান, সংযুক্ত আরব আমিরাত ও তাজিকিস্তান। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের লড়াই। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকেট পায় লাওস ও মঙ্গোলিয়া। অন্যদিকে বাংলাদেশ ও কিরগিজস্তান ‘বি’ গ্রুপ থেকে শেষ চারের টিকেট পায়। কপাল পুড়ে তাজিকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের। গত সোমবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট পেয়েছে লাওস। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশের দুরন্ত মেয়েরা। বাংলাদেশ ও লাওস দুটি দলই এখনো পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচে হারেনি। তাই দুদলের সামনেই রয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ফাইনাল ম্যাচকে সামনে রেখে গতকাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে অংশ নেন দুদলের কোচ ও অধিনায়ক। সংবাদ সম্মেলনে সবার মুখেই প্রকাশ পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার কথা। ফাইনালে দুর্দান্ত লড়াই আশা করছেন দুদলের কোচ। লাওসের কোচ ভংমিসে সোবোখাম বলেন, দুদলই শক্তিমত্তার বিচারে প্রায় কাছাকাছি। তাই আমার মনে হয়, লড়াইটা হবে ফিফটি ফিফটি। বঙ্গমাতার নামে টুর্নামেন্ট। তাই এ টুর্নামেন্টটির গুরুত্ব বাংলাদেশ দলের কাছে অনেক বেশি। টুর্নামেন্ট শুরুর আগেই এ কথা জানিয়েছেন মিসরাত জাহান মৌসুমীদের কোচ গোলাম রব্বানী ছোটন। লাওস যে প্রতিপক্ষ হিসেবে কঠিন সেটা মেনে নিয়ে তিনি বলেন, তারা কঠিন প্রতিপক্ষ। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে দারুণ খেলেছে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব। কী হয় না হয় সেটা ম্যাচ শেষেই বোঝা যাবে। আপাতত আমরা ফাইনাল নিয়েই ভাবছি। ইনজুরির কারণে মঙ্গোলিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারেননি বাংলাদেশ দলের আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ তারকা কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না। স্বপ্না খেলতে পারবেন না ফাইনালেও। তবে কৃষ্ণার খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কোচের মতে, স্বপ্নাকে আমরা ফাইনাল ম্যাচে পাচ্ছি না। তার সুস্থ হতে আরো দুই সপ্তাহের মতো সময় লাগবে। তবে কৃষ্ণা মাঠে নামার মতো ফিট রয়েছে। সে স্কোয়াডে থাকবে। দলের প্রয়োজনে তাকে মাঠে নামানো হবে। এদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে লাওসকে হারিয়ে শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক মৌসুমীও। আগের ৩ ম্যাচে মাঠে দর্শক উপস্থিতি ছিল দেখার মতো। সেটার প্রতি ইঙ্গিত করে মৌসুমী বলেন, দর্শকরা মাঠে এসে আমাদের সমর্থন ও উৎসাহ দিচ্ছেন। আশা করি, ফাইনালে দর্শক উপস্থিতি আরো বাড়বে। আমরা সবার কাছ থেকে এমন উৎসাহই প্রত্যাশা করছি। নিজের অধিনায়কত্বে দেশ খেলতে নামবে এটা অন্যরকম এক অনুভূতি মৌসুমীর জন্য। তিনি বলেন, আমি প্রথমবার নিজেদের মাটিতে কোনো টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে খেলব। এটা আমার কাছে অনেক গর্বের। আমি অনেক আনন্দিত। এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক আরো বলেন, আমি মাঠে অধিনায়ক ঠিক, তবে অন্যদের মতো দলের একজন সদস্যও। আমরা একটি দল হয়ে মাঠে খেলতে চাই। বঙ্গমাতার নামের টুর্নামেন্ট আমরা জিততে চাই। আমরা চাই ট্রফিটা আমাদের কাছেই রেখে দিতে। ফাইনালে খেলাটা ছিল আমাদের প্রাথামিক লক্ষ্য। সেটা পূরণ হয়েছে। এখন আমাদের লক্ষ্য ট্রফি জেতা। ফাইনালে বাংলাদেশ দলকে ভোগাতে পারেন লাওসের ফরোয়ার্ড কেওটা পে। মোট ৮ গোল নিয়ে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। এ ছাড়া লাওসের অধিনায়ক আপাতসালাও মৌসুমীদের চিন্তার কারণ। তার নামের পাশে আছে ২ গোল। মৌসুমী ও তার দল কি পারবে আপাতসালা-কেওটাদের কাঁদিয়ে ঘরের মাঠে হওয়া বঙ্গমাতা গোল্ডকাপের শিরোপা ধরে রাখতে সেটা জানতে চোখ রাখতে হবে আজকের ম্যাচটির দিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। শিরোপা নির্ধারণী এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও আরটিভি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App