×

জাতীয়

আইএস জানাল নতুন আমিরের নাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ১২:৩৬ পিএম

আইএস জানাল নতুন আমিরের নাম
ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফের বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। বাংলা, ইংরেজি ও হিন্দি এ তিন ভাষায় লেখা এক বার্তায় এ হুমকির পাশাপাশি, বাংলাদেশে আইএসের কার্যক্রম পরিচালনার জন্য ‘আমির’ হিসেবে আবু মহম্মদ আল বেঙ্গলির নাম ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, আবু মহম্মদ আল বেঙ্গলিকে বাংলায় আইএসের কার্যকলাপ বাড়ানোর দায়িত্ব দিয়ে আমির নিয়োগ দেয়া হয়েছে। এ বার্তার সঙ্গে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গির ছবিযুক্ত একটি পোস্টার ব্যবহার করা হয়। গত মঙ্গলবার রাতে আইএস সমর্থিত ওয়েবসাইট আত-তামকীনে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ হয়। আইএসের ওই পোস্টারে বলা হয়, ওহে বাংলা ও হিন্দের তাগুত, কাফির ও তাদের নিকৃষ্ট সহযোগীরা! যদি কেউ মনে কর বাংলা ও ভারতে খিলাফাহর সৈন্যদের দমিয়ে রাখবে, তাহলে তারা ভালো করে শুনে রাখো, তারা কখনই চুপ করে থাকবে না। প্রতিশোধের ইচ্ছা কখনই হাল্কা হয়ে যায় না। তোমাদের ব্যাপারে প্রতিশোধের ভাবনা কখনই শেষ হওয়ার নয়। এ ছাড়া পোস্টারে আরও লেখা হয়, তোমরা কি এমনটা কখনো ভাবো যে তোমাদের ওপর মুজাহিদদের ক্ষোভ হঠাৎ বিপর্যয় হয়ে নেমে আসবে? তাহলে সেই দিনটির জন্য অপেক্ষা করো। পোস্টারে নিচে ইংরেজিতে লেখা, উই আর কামিং। বিশ্লেষকদের মতে, আইএস প্রধান আবু বকর আল বাগদাদি অনলাইনে আসার দুদিন পরেই এ হুমকি যথেষ্ট তাৎপর্য বহন করে। এ সময় শ্রীলঙ্কায় হামলাকে স্বাগত জানান বাগদাদি। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে ট্রাফিক ছাউনিতে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। সেদিনই মধ্যরাতে আইএসের কর্মকাণ্ড নজরদারির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানায়, এ হামলার দায় স্বীকার করেছে আইএস। হলি আর্টিজান হামলার পর দুই বছরের মধ্যে আইএস আবারও ঢাকায় হামলা চালালো। এদিকে গত মঙ্গলবার বোমা হামলা চালিয়ে বায়তুল মোকাররম মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। হাফেজ মাওলানা কামরুজ্জামান নামে একজন নিজেকে জেএমবি কর্মী পরিচয় দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App