×

বিনোদন

প্রধানমন্ত্রীর সাহায্য চান এ টি এম কন্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০১৯, ০৪:৩১ পিএম

লাইফ সাপোর্টে রয়েছেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বিকেলে রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। ১ মে সকালে হাসপাতালে এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়ে কোয়েল আহমেদ। তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা এখন ভালো নয়। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। কতক্ষণ তাকে লাইফ সাপোর্টে রাখা হবে সেটি এখনই বলা যাচ্ছে না। অনেক গণমাধ্যমে ৭২ ঘণ্টার খবর বলা হচ্ছে। তবে এমন কোনো তথ্য আমাদের বা ডাক্তারের পক্ষ থেকে বলা হয়নি। তাই আমার অনুরোধ কেউ কোনো ভুল তথ্য প্রকাশ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতাও চেয়েছেন কোয়েল আহমেদ। তিনি বলেন, বাবা প্রধানমন্ত্রীর ওপর শতভাগ ভরসা রাখেন। প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজ নিচ্ছেন। তবে তার কাছে এখন আমাদের একটি চাওয়া, বাবার উন্নত চিকিৎসা। লাইফ সাপোর্টে থাকলেও এ টি এম শামসুজ্জামানকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের এসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার তরিকুল হামিদ। তিনি বলেন, এ টি এম শামসুজ্জামান লাইফ সাপোর্টে থাকলেও সেটি বড় কোনো পর্যায়ে এখনো যায়নি। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত ২৬ এপ্রিল পেটে সমস্যা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন এ টি এম শামসুজ্জামান। পরে পরীক্ষা করে জানা যায় বর্ষীয়ান এই অভিনেতা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন রোগে ভুগছেন। এরপর ২৭ এপ্রিল তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়ে। পরে ২৮ এপ্রিল তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ২৯ এপ্রিল তার শ্বাসকষ্ট হওয়ায় এবং নিউমোনিয়া ধরা পড়ায় তাকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে তার শ্বাসকষ্ট আরো বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। শুধু পেটের সমস্যা নয়, ৭৭ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরেই সিওপিডি (ফুসফুসের সমস্যা) ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায়ও ভুগছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App