×

আন্তর্জাতিক

তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন বরখাস্ত

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০১৯, ০৪:০৩ পিএম

তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন বরখাস্ত
রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁসের দায়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী টেরেসা মে। স্থানীয় সময় বুধবার (০১ মে) প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এনএসসি’র বৈঠকে চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিয়ে এক আলোচনার তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে উইলিয়ামসনের বিরুদ্ধে। যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। এনএসসির গত সপ্তাহের বৈঠকে হুয়াওয়ে কোম্পানিকে ফাইভ জি নেটওয়ার্কের কাজ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ খবর প্রকাশ করলে তা নিয়ে আলোচনার ঝড় বইছে দেশটির পার্লামেন্টে। কেননা হুয়াওয়ের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের টানাপড়েন চলছে। আর তাই বন্ধু রাষ্ট্র বিরোধী কোম্পানি ব্যবহার না করার আহ্বান জানিয়ে আসছে দেশটি। এর মধ্যেই এরকম খবর ফাঁস হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে টেরেসা মের সরকার। তাকে বরখাস্ত করার পর আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী পেনি মরডান্টকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই প্রথম কোনো নারী, যিনি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App