×

বিনোদন

অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০১৯, ০৮:২৭ পিএম

অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী

নতুন জীবন নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্র পাইলট রোশন সিংহ। অমৃতসরে গত ১৯ এপ্রিল পঞ্জাবি রেওয়াজে বিয়ে করেছেন তারা। কলকাতায় ফিরে এসেছেন ২৩ এপ্রিল। তারপর ব্যস্ত হয়ে যান শুটিংয়ে। এরমধ্যেই নতুন জীবন নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী।

স্বামী রোশান সম্পর্কে শ্রাবন্তী বলেন, ‘ওকে দু’বছর আগে থেকেই চিনতাম ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে। জানতাম ও কিক ফিটনেস জিমের মালিক। তাছাড়া একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজারও। কিন্তু কথা হয়নি প্রথমদিকে। তারপর একবার বাংলাদেশ থেকে তাদের বিমানে ফিরছিলাম। সেখানে প্রথম কথা হয়। তারপর থেকেই আমাদের বন্ধুত্ব।’

বিয়ে করার সিদ্ধান্ত প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘রোশান আর আমার একই বছর, একই দিনে জন্ম। আমরা সেম বার্থ ডে শেয়ার করি। তাছাড়াও অনেক ভাবনার মিল আমাদের। দেখলাম সে আমার মতোই। ওর ফ্যামিলি ভীষণ ভালো। ওর মা সিঙ্গল মাদার। ছোটবেলায় বাবা মারা যায়। আমিও আমার ছেলেকে একাই বড় করছি। অনেক সংগ্রাম করছি। সেটা সে অনেক কাছে থেকে দেখেছে। ওর দিদি, বোনজামাইরা আমাকে খুব পছন্দ করে ও ভালোবাসে। আমার বাবা-মাকেও খুব সম্মান দিয়েছে। ফলে দুই পরিবার থেকেই আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

কলকাতায় বিয়ে না করার ব্যাপারে শ্রাবন্তী বলেন, ‘এখানে তো আমার অনেক শুভাকাঙ্খী। তাছাড়া আমি জ্যোতিষে বিশ্বাস করি। আমার জ্যোতিষী আমার যেখানে জন্ম তার কাছাকাছি বিয়ের অনুষ্ঠান করতে বলেছিলেন। আমার অমৃতসরে জন্ম। তাই ওখানেই বিয়ে করলাম। এতে কারো কোনো আপত্তি?’

কলকাতায় অনুষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আরবানাতে একটা ফ্ল্যাট নিয়েছি। তার ইন্টিরিয়র ডিজাইনের কাজ চলছে। সেটা শেষ হলে ওখানেই বন্ধু ও কাছের আত্মীয়দের ডেকে একটা ছোট্ট অনুষ্ঠান করব ভেবেছি।’ শ্রাবন্তী নিজের ছেলে ঝিনুকের ব্যাপারে বলেন, ‘আমি ওর মতামত ছাড়া কিছুই করি না। আমাদের বিয়েতে ও খুব খুশি। ও চায় আমি যেন ভালো থাকি। তাছাড়া রোশান তো এখন ওর বেস্টফ্রেন্ড। অবসরে ওরা সারাদিন মজা করে।’

শ্রাবন্তী বলেন, ‘রোশান বিয়েতে আমাকে উপহার হিসেবে মঙ্গলসূত্র দিয়েছে। নতুন সোনার গয়না ওর মা দিয়েছে। যাই হোক, আমরা হানিমুনে যাব কিনা এখনো ঠিক করিনি। দুজনের কাজে অনেক গ্যাপ হয়ে গেছে সেটা আগে কিছুটা সামাল দেই, তারপর সিদ্ধান্ত নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App