×

খেলা

মাশরাফির স্বপ্ন সেমিফাইনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০২:৩৪ পিএম

মাশরাফির স্বপ্ন সেমিফাইনাল
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ঘিরে টাইগার ভক্তদের প্রত্যাশা একটু বেশি। কারণ ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক মাশরাফি। টাইগার দলের ওয়ানডে অধিনায়কের জন্য এটি চতুর্থ বিশ্বকাপ। এ ছাড়া এই বিশ্বকাপ তার ক্যারিয়ারের শেষ এটা মোটামুটি সবারই জানা। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো দলকে নেতৃত্ব দেয়ার অপেক্ষায় আছেন এই অধিনায়ক। তাই ক্রিকেটের জন্মভ‚মিতে বিশ^কাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন মাশরাফি বিন মুর্তজা। বিশ^কাপের আগে টাইগাররা ৫ মে থেকে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকা ছাড়বে। সেই লক্ষে তারা দেশ ছাড়বে ১ মে। দেশ ছাড়ার আগে গতকাল মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে দলের লক্ষ্য ও পরিকল্পনার কথাই জানিয়েছেন মাশরাফি। অবশ্য নিজের শেষ বিশ্বকাপ বলেই যে বাড়তি কিছু পেতে হবে এমনটা ভাবছেন না তিনি। দলীয় অর্জনকেই বড় করে দেখছেন নড়াইল এক্সপ্রেস। তিনি বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার কিছু নেই। অবশ্যই ভালো হলে অন্য সবার মতো আমারও ভালো লাগবে। বাড়তি প্রত্যাশা পূরণের চাপ কখনোই নিতে চাই না। শেষ বিশ^কাপ খেলছি, ভালো কিছু করব এটাই লক্ষ্য। আমার ভাগ্যে যা আছে, পুরো দলের ভাগ্যে যা আছে, সেটাই হবে। সফল হতে গেলে আমাদের কষ্ট করতে হবে। টাইগার ভক্তদের উদ্দেশে তিনি বলেন, শিরোপা জেতার মতো সামর্থ্য অবশ্যই আছে। তবে সমস্যা আমাদের ধারাবাহিকতা। আমরা বড় টুর্নামেন্টে এর আগে শিরোপা জিতিনি। এশিয়া কাপে তিনবারের মধ্যে একবারও যদি জিততাম, তাহলে অভ্যাস তৈরি হতো। গত চ্যাম্পিয়ন্স ট্রাফিতেও গুরুত্বপূর্ণ জায়গায় স্নায়ু ধরে রাখতে পারিনি। ফরমেটের কারণে এবার শিরোপা জেতা কঠিন হবে, তবে অসম্ভব নিশ্চয়ই নয়। এবার বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য কী সে বিষয়ে মাশরাফি বলেন, আমরা সেমিফাইনালের লক্ষ্য নিয়ে যাব। সবাই বলছে যে সেমিতে যাওয়াটা হবে বড় প্রাপ্তি। ইংলিশ কন্ডিশনে ৩২০ গড় স্কোর ধরা যায়, আমাদের এমন মানসিকতা নিয়ে খেলতে হবে যেন ৩২০ চেজ করে আমরা ৩২১ করতে পারি। তবে কোনোভাবেই ২৫০ রানে গুটিয়ে যাওয়া যাবে না। আমাদের মানসিকভাবে এগিয়ে থাকতে হবে। ঘোষিত বিশ্বকাপ দলকে ভারসাম্যপূর্ণ হিসেবে মনে হচ্ছে ওয়ানডে অধিনায়কের। তার মতে, বাংলাদেশ এই বিশ্বকাপে বেশ ভারসাম্যপূর্ণ দল। আশা করি ভালো ফল করবে। আগেরবার সৌম্য আসার পর তাকে নিয়েও আস্থার প্রশ্ন উঠেছিল। এবার তো তার ৪ বছরের অভিজ্ঞতা আছে। সম্প্রতি রান করেছে তাই বলছি না ফর্মে আছে। ধারাবাহিকতা থাকলে বলা যেত ফর্মে আছে, সাকিব-তামিম-মুশফিক-রিয়াদের মতো। অভিজ্ঞতা কাজে লাগালে টুর্নামেন্টে ভালো ফলাফল সম্ভব বলে মনে করি। বিশ্বকাপে এবার ৯টি ম্যাচ খেলতে হবে। এটা একটা ভালো দিক বলেই মনে করেন মাশরাফি। তিনি বলেন, এই ফরমেট হওয়ার কারণে দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে। আমরা জানি প্রতিটি ম্যাচই ভালো যাবে না। এক মাসে ৯টি ম্যাচ খেলতে হবে। কোনো ম্যাচ খারাপ হলে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে। আমরা খেলোয়াড়রা নিজেরা এটা নিয়ে আলোচনা করেছি। প্রত্যেককেই প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App