×

খেলা

বড় জয় চান ছোটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৪৪ পিএম

বড় জয় চান ছোটন
ইনজুরির কারণে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না বাংলাদেশ দলের দুই নির্ভরযোগ্য ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না। দুজনই ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন। তাদের অনুপস্থিতিতে বিকল্প যারা আছেন তাদের ওপর আস্থা রাখছেন কোচ গোলাম রব্বানী ছোটন। কষ্ণা-স্বপ্নাকে ছাড়াই মঙ্গোলিয়াকে বড় ব্যবধানে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলের মেয়েদের রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। গোলাম রব্বানী ছোটনের এই বিশ্বাস অবশ্য মোটেই অযৌক্তিক নয়। কিরগিজস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কৃষ্ণা-স্বপ্নার বিকল্প হিসেবে মাঠে নেমে তহুরা খাতুন ও সাজেদা খাতুন দুর্দান্ত খেলেছেন। এ বিষয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় গোলাম রব্বানী ছোটন জানান, সাজেদা-তহুরা আগের ম্যাচে সুযোগ পেয়ে দারুণ খেলেছে। সেমিতে তাদের মাঠে নামার সম্ভাবনা আছে। আমি মনে করি, তাদের দিয়েই বড় ব্যবধানে জেতা সম্ভব। এ সময় মৌসুমীদের কোচ আরো বলেন, মেয়েদের যার যার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। ভুলত্রুটিগুলো সংশোধনের চেষ্টা চলছে। এই জায়গাগুলোতে যাতে আরো ভালো করা যায় আমরা এখন সেটা নিয়েই কাজ করছি। সেমিতে নিজেদের কৌশল কেমন হবে সে সম্পর্কে ছোটন বলেন, আগের ম্যাচে কিরগিজস্তান শরীরনির্ভর খেলা খেলেছে। কড়া ট্যাকল করেছে। কৃষ্ণা ও স্বপ্নার চোট পাওয়ার পেছনে এটা একটা কারণ। শারীরিক শক্তিতে মঙ্গোলিয়ার মেয়েরা বাংলাদেশ দলের খেলোয়াড়দের চেয়ে এগিয়ে। আমার মনে হয় তারা সেটার সুবিধা নিয়ে খেলার চেষ্টা করবে। আমরাও বিষয়টি মাথায় রেখেই নিজেদের কৌশল ঠিক করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App