অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবারে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে অনলাইন লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল।গত শুক্রবারই আইপিও চালুর শর্তাবলী প্রকাশ করেছে উবার। প্রতিষ্ঠানটির আইপিও মূল্যের ওপরই ব্যক্তিগত বিনিয়োগ করবে পেপ্যাল খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির। লজিস্টিকস এবং যাতায়াত সেবায় ‘সুপারঅ্যাপ’ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিষ্ঠানটির আর্থিক সেবা থাকাটা জরুরি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সুপারঅ্যাপ হলো এমন ধরনের অ্যাপ্লিকেশন যেখানে গ্রাহকরা যাতায়াত, কেনাকাটা এবং লেনদেনের মতো অনেক সেবা একসঙ্গে পান। যারা শুধু একটি ব্যবসা বা সেবা দিয়ে থাকেন তাদের চেয়ে এধরনের প্রতিষ্ঠানগুলো বেশি আকর্ষণীয় বলেও জানানো হয়েছে। আইপিওতে প্রতিষ্ঠানের প্রতি শেয়ারের মূল্য ৪৪ থেকে ৫০ মার্কিন ডলার রাখার পরিকল্পনা করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।