×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১১:২১ এএম

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ
বোরকা, নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন সব পোশাক নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা। রবিবার এক জরুরি আইনে এই নিষেধাজ্ঞা জারি করেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রীপালা শিরিসেনা। ইস্টার সানডের দিন শ্রীলংকায় সিরিজ বোমা হামলা ২৫৩ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর এ ঘোষণা এলো। ইন্ডিপেনডেন্টের খবরে তা বলা হয়েছে। প্রেসিডেন্টের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো পোশাক যা মুখ শনাক্তকরণে বাধার সৃষ্টি করে তা নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে এবং ইসলাম ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করবে শ্রীলংকার সরকার। এক সপ্তাহ পরও নিরাপত্তার স্বার্থে ক্যাথলিক গির্জা বন্ধ রেখেছে সরকার। গত ২১ এপ্রিল ইস্টার সানডের প্রার্থনা অনুষ্ঠান চলাকালে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে চালানো বোমা হামলায় ২৫৩ জন নিহত হন। রাজধানী কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার হামলায় আহত হন ৫০০ মানুষ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App