×

খেলা

মুশফিকের বিশ্বকাপ ভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০১:৪২ পিএম

ক্রিকেটের জন্মভ‚মিতে ৩০ মে পর্দা উঠবে দ্বাদশ বিশ্বকাপ আসরের। এবারের বিশ্বকাপে ১০টি দেশ অংশগ্রহণ করবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। আর এর ভিত্তিতে ৯টি করে ম্যাচ খেলা শেষে শীর্ষ চারটি দল নিয়ে সাজানো হবে সেমিফাইনালের লাইনআপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলতে মুখিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই টাইগারদের লক্ষ্য এবার সেমিফাইনাল। এখন পর্যন্ত সেমিফাইনালে উঠতে না পারলেও মুশফিকুর রহিম মনে করেন, ৯টি ম্যাচ খেলে শীর্ষ চারে থেকে এবার সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশের সামনে। এ ছাড়া প্রিয় বড় ভাই ও অধিনায়ক মাশরাফির শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গতকাল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন করে শেরেবাংলা স্টেডিয়ামে। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ভাবনা ও নিজের প্রস্তুতিসহ নানা বিষয়ে কথা বলেন মুশফিক। টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য এটা চতুর্থ বিশ্বকাপ। অভিজ্ঞতার বিচারে আসন্ন বিশ্বকাপ সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক তিনি। মুশফিক বলেন, মনে হয় এটাই একসঙ্গে বা আমাদের শেষ বিশ্বকাপ। মাশরাফি ভাই যদি এরপর আর বিশ^কাপ খেলতে না পারে, তাহলে এটাই একসঙ্গে খেলা শেষ বিশ্বকাপ আমাদের। তো আমরা সবাই চাইবো মাশরাফি ভাইয়ের জন্য হলেও যেন বিশেষ কিছু করতে পারি। যেটা কিনা স্মরণীয় হতে পারে। নিজের ব্যাটিং এবং ব্যক্তিগত লক্ষ্যের ব্যাপারে তিনি বলেন, এমন একটি বড় ইভেন্টে সবাই চায় মনে রাখার মতো করে খেলতে। আমিও ব্যতিক্রম নই। তবে কন্ডিশন একটা চ্যালেঞ্জ থাকবে, প্রতিপক্ষ একটা চ্যালেঞ্জ থাকবে। দর্শকও থাকবে প্রচুর। সব কিছু মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ চতুর্থবারের মতো আমি খেলতে যাচ্ছি। শেষ তিনটি বিশ্বকাপে আমি রান করেছি। এই বিশ্বকাপ যেন সবকিছুকে ছাপিয়ে যেতে পারি। আমি মনে করি সুযোগ আছে, সামর্থ্যও আছে। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে মুশফিকের প্রত্যাশা, দলের ব্যাটিংয়ের হাল ধরে বড় অঙ্কের রান দাঁড় করানো। তার ভাষ্য, টপ অর্ডার ভালো করলে আপনি অনেক বড় রান দাঁড় করাতে পারেন। এই জিনিসগুলো মাথায় আছে। দল হিসেবে এসব নিয়ে কথা বলছি। সুযোগ পেলে আমি চেষ্টা করব দুহাত ভরে বাংলাদেশকে কিছু দেয়ার। আমার কিছু ইচ্ছা আছে। এখন বাকিটা চেষ্টা আর উপরওয়ালার ইচ্ছা। ২০০৭ সালে ২০ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেছেন মুশফিকুর রহিম। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০০৭ সালে পুরোটাই ঘোরের মধ্যে ছিলাম, কখন খেলব, কখন খেলব না। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো গ্রেট ক্রিকেটাররা ছিলেন, তাদের সঙ্গে খেলা। এখন তো যারা যাচ্ছে সবাই অনেক পরিণত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App