×

আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে ভোট চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১২:৩১ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে ভোট চলছে
ভারতের জাতীয় নির্বাচনের চতুর্থ ধাপে সোমবার আটটি রাজ্যে ৭১টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এছাড়া জম্মু ও কাশ্মীরের একাংশেও ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের ৭১টি আসন এবং জম্মু ও কাশ্মীরের একাংশে ভোট গ্রহণ শুরু হয়। এনডিটিভির খবরে তা বলা হয়েছে। সোমবার বিহার রাজ্যে ৫টি, মধ্যপ্রদেশে ৬টি, মহারাষ্ট্রে ১৭টি, ওড়িশায় ৬টি, রাজস্থানে ১৩টি, উত্তর প্রদেশে ১৩টি, পশ্চিমবঙ্গে ৮টি ও ঝাড়খন্ডের ৩টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এনডিটিভির এক বিশ্লেষণে বলা হয়েছে, পাঞ্জাব থেকে রাজস্থান, বিহার থেকে ঝাড়খন্ড পর্যন্ত হিন্দিভাষী ১৯৫ আসনের মধ্যে গত নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা পেয়েছিল ১৭৭ আসন। মোট আসনের ৯০ ভাগই ছিল তাদের দখলে। চলমান সংসদ নির্বাচনে ২০১৪ সালের মতো বড় জয় পেতে হলে বিজেপি জোটকে আবারও একই ফল অর্জন করতে হবে। সেটা দৃশ্যত অসম্ভব বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এবার উত্তর প্রদেশ, বিহার, কর্ণাটক ও মহারাষ্ট্রে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে বিজেপি। এবার কংগ্রেসসহ বিজেপিবিরোধী দলগুলো নির্বাচনে ভালো করবে বলে জনমত জরিপে ইঙ্গিত মিলছে। কোনো কোনো বিশ্লেষক বলছেন, শেষ পর্যন্ত মোদির পুনরায় সরকার গঠন কঠিন হয়ে দাঁড়াতে পারে। ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে এর আগে গত ১১, ১৮ ও ২৩ এপ্রিল তিন ধাপে ভোট গ্রহণ করা হয়। সোমবার চতুর্থ ধাপে ভোটগ্রহণের পর আগামী ৭, ১২ ও ১৯ মে পরবর্তী তিন ধাপে ভোট গ্রহণ করা হবে। সাত ধাপে ভোট গ্রহণের পর আগামী ২৩ মে গণণা শেষে ফল ঘোষণা করা হবে। বিশ্বের বৃহত্তম ও ব্যয়বহুল এ নির্বাচনে ভোটার প্রায় ৯০ কোটি। ভোটে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর প্রায় ৭০ হাজার কোটি রুপি খরচ হবে। রাজনৈতিক নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকলেও নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App