×

অর্থনীতি

‘ব্যাংক নির্ভরশীলতা দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় সমস্যা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ পিএম

‘ব্যাংক নির্ভরশীলতা দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় সমস্যা’
ব্যাংক নির্ভরশীলতা দেশে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘লোকাল ক্যাপিটাল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যের তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং গুরান্টকো। সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা বেসরকারি খাত বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভরশীল। আমাদের অর্থায়নের কাঠামোতে এটা একটি বড় সমস্যা বলে আমরা চিহ্নিত করেছি। আমরা দীর্ঘমেয়াদি প্রকল্পে অর্থায়নের জন্য পুরোপুরি বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভরশীল। তিনি বলেন, এখানে সমস্যা হলে ব্যাংকে গ্রাহকরা স্বল্পমেয়াদি ডিপোজিট রাখে, কিন্তু ব্যাংকগুলো দীর্ঘমেয়াদে ঋণ দেয়। এটা সত্যিই অসামঞ্জস্য। স্বল্পমেয়াদি ডিপোজিট রেখে দীর্ঘমেয়াদি ঋণ দেয়ার কারণে ব্যাংক খাত এখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বন্ড মার্কেটের উন্নয়ন দরকার মন্তব্য করে তিনি বলেন, সরকার বন্ড মার্কেট চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আর কাঠামোগত উন্নয়নে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে বন্ড কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। পুঁজিবাজারের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পুঁজিবাজারকে জোর করে ওঠানো-নামনো যায় না। এটি নির্ভর করে বিনিয়োগকারীদের আস্থার ওপরে। আস্থা যত বাড়বে, শেয়ারবাজার ততই বাড়বে। তিনি বলেন, পুঁজিবাজারে সূচকের ওঠা-নামা স্বাভাবিক। কিন্তু সূচক পড়লেই বিনিয়োগকারীরা সেটাকে নেতিবাচকভাবে নেয়। এটা ঠিক না। বিনিয়োগকারীদের এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এ সময় পুঁজিবাজারের ১৯৯৬ ও ২০১০ সালের ধস নিয়েও কথা বলেন সালমান এফ রহমান। তিনি বলেন, আমরা পুঁজিবাজারে মেজর দুটি ধস দেখেছি। একটি ১৯৯৬ সালে এবং অপরটি ২০১০ সালে। দুর্ভাগ্যজনকভাবে শেয়ারবাজারের সব বিনিয়োগকারী, ইস্যুয়ার এবং রেগুলেটর কেউ বিষয়টি অনুধাবন করতে পারেনি। বাজারের অপরিপক্বতা এবং অত্যাধিক প্রত্যাশার কারণে এমন সমস্যা দেখা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App