×

তথ্যপ্রযুক্তি

স্টাইলিশ বাইক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ পিএম

স্টাইলিশ বাইক
দৃষ্টিনন্দন : বিশ্বসেরা স্টাইলিস্ট বাইকের তকমা পেয়েছে ডুকাতি ডিয়াভেল। ক্রুজার স্টাইলের এই মোটরসাইকেলে রয়েছে দুর্দান্ত আবেদন আর ‘মাসকিউলার ডিজাইন।’ এবার ‘সেরার সেরা’ ডিজাইন অ্যাওয়ার্ড জিতে নিল এই মোটরসাইকেল। এ জন্য একে লড়াই করতে হয়েছে সাড়ে পাঁচ হাজার মোটরসাইকেলের সঙ্গে। ৪০ জন বিচারকের ভোটে এই শিরোপা জিতেছে তারা। ‘রেড ডট’ পুরস্কারও জিতেছে বাইকটি। ২০১৯ সালে ডিজাইন ডুকাতি ডিয়াভেল ১২৬০ মডেলের বাইকটিতে আছে ১২৬২ সিসির ইঞ্জিন। এতে রয়েছে সর্বোচ্চ ১৫৯ বিএইচপি শক্তি এবং ১২৮ নিউটন মিটার টর্ক। শক্তিশালী ইঞ্জিন : এশিয়ার ১৬০ সিসির যত বাইক আছে তার মধ্যে শক্তিশালী টিভিএস অ্যাপাচি আরটিআর ভার্সন ফোর। টিভিএস দাবি করছে, তাদের এই রেসিং মেশিন সর্বোচ্চ ১১৩ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ০ থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে বাইকটির সময় লাগে মাত্র ৪.৭৩ সেকেন্ড। টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর মডেলে আছে ১৫৯.৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এতে সর্বোচ্চ ১৬.৬ বিএইচপি শক্তি এবং ১৪.৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বাইকটিতে পাঁচ স্পিড গিয়ার বক্স দেয়া হয়েছে। সাসপেনশন বিভাগে সামনে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে টুইন শক। কম দামি বাইকে সিবিএস : কম্পাইন্ড ব্রেকিং সিস্টেমে এলো বাজাজের জনপ্রিয় কমিউটার প্লাটিনা। এটি বাজাজ প্লাটিনা ১০০ কেএস সিবিএস ভার্সন। ১০২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ডিটিএস-আই ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে ৭.৮ বিএইচপি শক্তি এবং ৮.৩৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বাইকটিতে ফোর স্পিড গিয়ারবক্স রয়েছে। ভারতে নতুন কিএস ভার্সনের প্লাটিনার দাম মাত্র ৪০ হাজার ৫০০ রুপি। এই বাইকটির সেলফ স্টার্ট ভার্সন পাওয়া যাবে ৪৭ হাজার ৫০০ টাকায়। নতুন প্লাটিনা মোটরসাইকেলে একই দামের অন্য মোটরসাইকেলের থেকে ২০ শতাংশ কম ঝাঁকুনি হবে বলে দাবি করেছে বাজাজ। নতুন রেসিং বাইক : নতুন ভার্সনে রেসিং বাইক আনার ঘোষণা দিয়েছে বাজাজ। মডেল বাজাজ ডমিনার ৪০০। এতে সম্পূর্ণ রেসিং থ্রটল পাওয়া যাবে। বাইকটিতে আছে ৩৭৩.৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ৪০০ সিসির সেগমেন্টের অন্য সব বাইকের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বাইকটিতে ৩৯ বিএইচপি শক্তি এবং ৩৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App