×

বিনোদন

মে দিবসে আরণ্যকের দিনব্যাপী আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০৪:০৮ পিএম

মে দিবসে আরণ্যকের দিনব্যাপী আয়োজন
১৯৮২ সাল থেকে নিয়মিত মে দিবস পালন করে আসছে আরণ্যক। প্রতি বছরের মতো এ বছরও সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ও সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মে দিবস পালন করবে আরণ্যক। সকাল ৯টায় শহীদ মিনারে শুরু হবে আয়োজন। আরণ্যকের সদস্যদের সম্মিলিত কণ্ঠে আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর আলোচকদের আলোচনা, গান, আবৃত্তি, কবিকণ্ঠে কবিতা ও পথনাটকের অভিনয় হবে। এবারের মে দিবসের অনুষ্ঠানে আলোচক থাকবেন আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ ও নাট্যকার মান্নান হীরা। কবিতা পাঠ করবেন কবি আলফ্রেড খোকন, আসাদুল ইসলাম ও শামীম আরেফিন। প্রতি বছরই মে দিবসকে সামনে রেখে আরণ্যক নতুন পথনাটক প্রযোজনা করে। এবারের মে দিবসে অভিনীত হবে আরণ্যকের নতুন পথনাটক ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে আরণ্যকের বহুল আলোচিত নাটক ‘রাঢ়াঙ’।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App