×

খেলা

বিশ্বকাপের পাঁচ চমক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০১:১২ পিএম

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে প্রায় সব কটি দলই অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছে। ক্রিকেটের সবচেয়ে বড় এ আয়োজনে কিছু কিছু দলে চমকও রয়েছে। তেমনই পাঁচজন বিস্ময়কর ক্রিকেটারকে খুঁজে বের করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যাদের তারা নাম দিয়েছে ‘বিশ্বকাপের পাঁচ চমক’ হিসেবে। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তুলে আনা পাঁচ বিস্ময়কর ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ছাড়াও আর যারা রয়েছেন- নিউজিল্যান্ডের টম বান্ডেল, ভারতের বিজয় শংকর, আফগানিস্তানের হামিদ হাসান ও শ্রীলঙ্কার মিলিন্দা সিরিবর্ধনে। মোসাদ্দেক হোসেন, বাংলাদেশ: ব্যাটিং অল রাউন্ডার হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। মূলত বাংলাদেশ একজন ব্যাটিং অল রাউন্ডার খুঁজছিল। সেই সুবাদে কপাল খুলেছে ২০১৬ সালে অভিষেক হওয়া ২৩ বছর বয়সী এই তরুণের। শেষ ওয়ানডে খেলেছেন তিনি ২০১৮ সালে, এশিয়া কাপে। বিশ্বকাপ দলে মোসাদ্দেক হোসেনের নাম তাই কিছুটা হলেও চমক জাগানো। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে ওয়ানডেতে আছে মাত্র একটি হাফসেঞ্চুরি। তবু মূলত ঘরোয়া ক্রিকেটে তার ফর্মটাই সবার সামনে তুলে ধরেন নির্বাচকরা। ৪৮.৮০ গড়ে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ৪৮৮ রান করেছেন তিনি, সঙ্গে আবাহনীকে আসরসেরা করতে বল হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এই বোলিংটা মোসাদ্দেককে বিশ্বকাপে জায়গা করে দিতে বিশেষ অবদান রেখেছে। ইংল্যান্ডের মাটিতে এ অলরাউন্ডারের অফস্পিন দলকে বিশেষ সুবিধা দেবে বলেই আস্থা রাখা হয়েছে। মূলত ব্যাটিং অর্ডারে নিচের দিকে ক্যামিও খেলার সক্ষমতা এবং ডানহাতি অফস্পিনে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দেয়ার বৈশিষ্ট্যের কারণেই নেয়া হয়েছে তাকে। টম বান্ডেল, নিউজিল্যান্ড : সবার আগে বিশ^কাপ স্কোয়াড ঘোষণা করা নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন টম ব্লান্ডেল নামে ২৮ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান। তিনি এমন এক ক্রিকেটার, আন্তর্জাতিক ওয়ানডেতে যার এখন পর্যন্ত অভিষেকই হয়নি। কিউইদের হয়ে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বিজয় শঙ্কর, ভারত : ভারতীয় বিশ্বকাপ দল আগে থেকেই অনেকটা নির্দিষ্ট ছিল। শুধু ৪ নম্বর ব্যাটিং পজিশন নিয়ে ছিল কিছুটা সংশয়। এই পজিশনে ভাবা হচ্ছিল আম্বাতি রাইডুকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্কোয়াডে স্থান পান বিজয় শঙ্কর। ভারতের হয়ে মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন এই পেস অল রাউন্ডার। হামিদ হাসান, আফগানিস্তান : আফগানিস্তানের বিশ^কাপ স্কোয়াডটা ছিল চমকে ভরা। তার মধ্যে সবচেয়ে বড় চমকটি নিঃসন্দেহে হামিদ হাসান। ডান হাতি এই পেসার ২০১৬ সালের পর আফগানিস্তানের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ২০১৭ সালের পর খেলেননি প্রথম শ্রেণি, টি-টোয়েন্টি কিংবা লিস্ট ‘এ’ ম্যাচও। তবু আফগানদের বিশ^কাপ মিশনে ডাক পেয়েছেন তিনি। মিলিন্দা সিরিবর্ধনে, শ্রীলঙ্কা : চমকে ভরা শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি অনেক পরিচিত মুখের। অধিনায়ক নির্বাচনেও চমক দেখিয়েছে দলটি। চার বছর ধরে ওয়ানডে না খেলা দিমুথ করুনারতে্নর কাঁধে দেয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব। তবে দলটির বড় চমক মিলিন্দা সিরিবর্ধনে। এই অল রাউন্ডার শ্রীলঙ্কার হয়ে ২৬ ওয়ানডেতে ২৩.৩১ গড়ে করেছেন ৫১৩ রান। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App