×

বিনোদন

আলফায় গল্প বলার চেষ্টা করিনি : নাসির উদ্দিন ইউসুফ

Icon

মেলা প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০৪:০৩ পিএম

আলফায় গল্প বলার চেষ্টা করিনি : নাসির উদ্দিন ইউসুফ
‘একাত্তরের যিশু’ এবং ‘গেরিলা’ নির্মাণ করে নির্মাতা হিসেবে প্রশংসিত হয়েছেন। এবার নির্মাণ করলেন তৃতীয় চলচ্চিত্র ‘আলফা’। তিনি নাসির উদ্দিন ইউসুফ। গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে ‘আলফা’ মুক্তি পেয়েছে। এর আগে গত ২০ এপ্রিল আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই ছবিটির নির্মাণ নিয়ে নানা কথা বলেছেন এ নির্মাতা। লিখেছেন হেমন্ত প্রাচ্য
আলফা নির্মাণের নেপথ্যে ২০১৪-১৫ সালের দিকে বাংলাদেশে ক্ষমতার দ্ব›দ্বকে কেন্দ্র করে যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, সেটি আমাকে ভীষণ পীড়া দিয়েছিল। সে সময় অবরোধ, গাড়িতে আগুন দেয়া ও মানুষ মারা হয়েছে। তখন আমার মনে জেগেছিল এ স্বাধীন রাষ্ট্রটি এভাবে সংঘাতে জড়িয়ে পড়ল কেন? আর যদি পড়েও, তাহলে একজন নাগরিক কী ভাবছে? সেই নাগরিকটি হচ্ছে আলফা। তার জীবন যাপনের ভেতরে যেই সংকট সেটা অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক। আলমগীর যেভাবে আলফা চট্টগ্রামের একজন চলচ্চিত্রকর্মী আলমগীর কবির। সে এই ছবির আলফা চরিত্রে অভিনয় করেছেন। সে কখনো কোথাও অভিনয় করেনি। তবে আমাদের পরিচিত। আমি তাকে বলেছি, তুমি আমার ছবিতে অভিনয় করো। একসঙ্গে চলি এই জার্নিটাতে। এরপর আমরা ওকে নিয়ে চরিত্রটি ধারণ করার জন্য ওয়ার্কশপ করেছি। একজনই তারকা শিল্পী এই ছবিতে একজনই তারকা শিল্পী রয়েছেন, তিনি এ টি এম শামসুজ্জামান। এ ছাড়া প্রায় সবাই নতুন, কেউ কেউ জীবনে প্রথম অভিনয় করেছে। ছবির চিত্রনাট্য লেখার পর তিনি (এ টি এম শামসুজ্জামান) আমাকে বললেন, তাকে নিতে হবে। তখন একটি চরিত্র আমি চিত্রনাট্যে ঢুকিয়ে ছিলাম। ওনার খুব শখ তিনি আমার ছবিতে অভিনয় করবেন। ছবিটি নিয়ে ভাষ্য আমার ভালো লাগছে অন্য জায়গায়, সংস্কৃতিটা কীভাবে একটা কসমোপলিটন সিটিতে অপভ্রংশ হয়ে একটা অদ্ভুত আকার ধারণ করে। আলফায় আমি গল্প বলার চেষ্টা করিনি। গল্পটা তৈরি হয়ে যেতে পারে। ঘটনাগুলো আছে, চিত্রগুলো আছে। মানুষের এই সময়ের যে অভিজ্ঞতা তার একটি প্রতিফলন পর্দায় দেখাতে চেয়েছি।। আর ভালো মন্দ, এ নিয়ে কোনো কথা নেই। যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া একজন রিকশা পেইন্টারের জীবনকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। অভিনয় করেছে গাধা ও কুকুর অভিনেতা-অভিনেত্রীর বাইরে এই ছবিতে দুটি চরিত্রে অভিনয় করেছে একটি গাধা ও আরেকটি কুকুর। এ দুটি প্রাণীকে নিয়ে শুটিংয়ের সময় বেশ কষ্ট করতে হয়েছে। কারণ গাধাটি ছিল অসম্ভব রাগি। আর যে কুকুরটি ছিল, সেটিও একই প্রকৃতির। এ দুটো প্রাণী নিয়ে আমার ভীষণ কঠিন সময় গেছে, শুটিংয়ের সময়। আমি জানি না কে কীভাবে নেবেন। আমার মনে হয়েছে ঢাকা শহরের মধ্য দিয়ে একট গাধা হাঁটিয়ে দিতে পারলে আমার খুব ভালো লাগবে। আমি সেটাই করেছি। কতটুকু গেল না গেল আমি জানি না, ছবির সঙ্গে, ইমেজের সঙ্গে। কিন্তু একটা গাধা ঢাকার শহরের ভেতর দিয়ে না হাঁটলে শান্তি পাচ্ছি না। ছবিটির কুশীলব ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ। সম্পাদনায় ছিলেন ক্যাথরিন মাসুদ। আলফার মূল চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির। আরো আছেন দোয়েল ম্যাশ, এ টি এম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান, ভাস্কর রাসাসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App