×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি চলাকালে নিহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১১:০৯ এএম

শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি চলাকালে নিহত ১৫
শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চলাকালে ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই শিশু। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। স্থানীয় পুলিশ বলছে, বাড়িটি ছিলো জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারীরা অবস্থান করছিলো। এনডিটিভিসহ ভারতের অন্য সংবাদ মাধ্যমগুলো বলছে, পুলিশের সঙ্গে আইএসের সঙ্গে সম্পৃক্তদের গুলি বিনিময়ের সময় কয়েকজন জঙ্গি মারা যান। তারা নিহতের সংখ্যা চার বলে উল্লেখ করেছে। হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার রাতে কালমুনাই শহরের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী। সে সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানকার বাসিন্দারা বোমা মেরে নিজেদের উড়িয়ে দিয়। ফলে বাড়িতে অবস্থানরত মোট ১৫ জন নিহত হয়। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। বাকি ছয়জনই শিশু। পুলিশের ধারণা, নিহতরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের অনুসারী। এদের মধ্যে নিহত তিন পুরুষকে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবেও উল্লেখ করেছে শ্রীলঙ্কা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App