×

শিক্ষা

ছিনতাইয়ের কবলে চবির ৫০ শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাশের পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিভিন্ন বর্ষের অন্তত ৫০ জন শিক্ষার্থী। এদের মধ্যে জখম হয়েছেন আট শিক্ষার্থী, একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘবদ্ধ ১৫ ছিনতাইকারীর মধ্যে কয়েকজনের কাছে দেশীয় অস্ত্রও ছিলো।

আজ শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে দর্শনীয় স্থান চালন্দাগিরি পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ওই ১৫ ছিনতাইকারীর মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেন, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুজ্জামান মনির, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সৌরভ দাশ। এদের মধ্যে আনোয়ারের মাথায় ও হাতে গুরুতর জখম থাকায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৃবিজ্ঞান বিভাগের ৪০ জন এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জনসহ মোট ৫০জন শিক্ষার্থী পাহাড়ি ঝর্ণা দেখতে চালন্দাগিরি পথে দিকে যান। চালন্দাগিরি পথ থেকে ফেরার পথে বন্দুকধারী সংঘবদ্ধ ১৫ ছিনতাইকারী তাদের পথরোধ করেন। এসময় ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

এদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেন প্রতিবাদ করতে চাইলে তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এসময় বেশ কয়েকজনকে বন্দুকের নল, রামদা দিয়ে আঘাত করা হয়। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা অন্তত ২০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে ১২টার দিকে হাটহাজারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের আশেপাশে ঘিরে অভিযান পরিচালনা করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিংয় এলাকার সরওয়ার (২৭) আরেকজন আবুল হোসেন (৩০)। অন্য একজনের পরিচয় জানা যায়নি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বলেন, ছিনতাইয়ের শিকার হওয়ার খবর পেয়ে ওই চালন্দাগিরিপথের আশেপাশের এলাকায় অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর তিনজনকে আটক করতে সক্ষম হই। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App