×

খেলা

উয়েফায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:২৫ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবল সংস্থা উয়েফা কর্তৃক তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজি তারকা নেইমার জুনিয়র। কেবল উয়েফা আয়োজিত ইউরোপিয়ান ম্যাচগুলোতে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ঘটনার সুত্রপাত্র ইন্সটাগ্রামে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় পিএসজি। সেই ম্যাচে চোটের কারণে স্কোয়াডে না থাকলেও স্টেডিয়ামে বসে খেলা দেখেন নেইমার।

কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টিতে দল হেরে যাওয়ায় মাঠে বসেই রেফারির উপর ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামেও ম্যাচ রেফারি দামির স্কোমিনার বিরুদ্ধে অসম্মানসূচক মন্তব্য করেন তিনি।

২৭ বছর বয়সী নেইমার লিখেছিলেন, ‘এটা লজ্জাকর। চারজন লোক যারা কিনা ফুটবল সম্পর্কে কিছুই জানে না তারাই টেলিভিশনের সামনে স্লো-মোশনে রিপ্লে দেখে (ভিএআর) গোলের নির্দেশ দিল।’

রেফারির প্রতি নেইমারের দৃষ্টিকটু মন্তব্যটি আমলে নেয় উয়েফা। ঘটনার পরপরই পিএসজি ফরোয়ার্ডের নিষিদ্ধ হওয়ার গুঞ্জন উঠেছিল। হলোও তাই। আগামী মৌসুমে পিএসজির হয়ে গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচে দর্শক হয়ে কাটাতে হবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App