×

আন্তর্জাতিক

শ্রীলংকায় হামলার নেতৃত্বদানকারী হোটেলে বিস্ফোরণে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:৫৫ পিএম

শ্রীলংকায় হামলার নেতৃত্বদানকারী হোটেলে বিস্ফোরণে নিহত
শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলায় নেতৃত্বদানকারী তৌহিদ জামাতের নেতা জাহরান হাশিম ওইদিনই একটি হোটেলে বিস্ফোরণে মারা যান বরে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৃত্রিপালা সিরিসেনা। শুক্রবার তিনি এ তথ্য জানিয়েছেন বলে জানায় সংবাদ মাধ্যম বিবিসি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, স্থানীয় জঙ্গি গোষ্ঠি ন্যাশনাল তৌহিদ জামাতের নেতা জাহরান হাশিম হোটেলগুলোতে হামলায় নেতৃত্ব দেন। তিনি ওই দিনই শাংরি-লা হোটেল বিস্ফোরণে মারা যান। প্রেসিডেন্ট মৃত্রিপালা সিরিসেনা আরও বলেন, সন্দেহভাজন ১৩০ জন সরাসরি আইএসের সাথে যুক্ত। এই ১৩০ জন এখনও শ্রীলঙ্কায় অবস্থান করছে। তাদের আটকে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইন শৃংখলা বাহিনী। পুলিশ বলছে, হামলাকারীরা স্থানীয় জিমে কাজ করতো এবং জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ফুটবল খেলতো। ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি হোটেল ও তিনটি গির্জায় চালানো ভয়াবহ ওই হামলায় প্রথমে তিন শতাধিক নিহতের কথা জানালেও পরে শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হয়, হামলায় কমপক্ষে ২৫৩ জন নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App