×

জাতীয়

মাদারীপুরে রাতের আঁধারে ২টি মন্দিরের প্রতিমা ভাঙচুর ও চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০৫:১৭ পিএম

মাদারীপুরে রাতের আঁধারে ২টি মন্দিরের প্রতিমা ভাঙচুর ও চুরি
মাদারীপুরে রাতের আঁধারে ২টি মন্দিরের প্রতিমা ভাঙচুর ও চুরি
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের জইয়ার সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দির এবং কুন্ডুবাড়িতে সার্বজনীন কালী মন্দিরে বৃহস্পতিবার মধ্যরাতে রাতে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় মন্দির কমিটির সদস্য, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, জইয়ার গ্রামের রাধাগোবিন্দ ও কালী মন্দির দুটি স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় অল্প কিছুদিন আগে মন্দির দুটি নির্মাণ কাজ শুরু হয়। এখনও নির্মাণাধীন থাকায় মন্দিরের দরজা বা গেট নির্মাণ করা হয়নি। মন্দিরের উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার রাত ১২টার পর্যন্ত মন্দির প্রাঙ্গনে মিটিং করেন কমিটির সদস্যসহ এলাকাবাসী। শুক্রবার ভোরে জইয়ার রাধাগোবিন্দ মন্দিরের কালী প্রতিমার নাক-জিহবা ভাঙ্গা ও রক্ষাপ্রতিমা উপুর করে রাখা এবং পাশের কুন্ডুপাড়া সার্বজনীন কালী মন্দিরের কালী প্রতিমা ও মহাদেবের বিগ্রহ ভাংচুর ও রক্ষা প্রতিমা মাটিতে ফেলে রাখা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। এছাড়াও মন্দিরের মধ্যে থাকা টাকা, বৈদ্যুতিক বাতি ও ধারালো একটি বটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। জইয়ার সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দিরের সভাপতি রাম গোপাল সরকার বলেন, আমাদের এই মন্দিরটি একশ বছরেরও আগে প্রতিষ্ঠিত। আজ পর্যন্ত এমন কোন ঘটনা এখানে ঘটেনি। এ ঘটনার পরে এলাকার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যারা এই কাজ করেছে আমরা তাদের বিচার চাই। কুন্ডুবাড়িতে সার্বজনীন কালী মন্দিরে সভাপতি গনেশ কুন্ডু বলেন, আমরা মন্দিরের নির্মান কাজ করছি। এই সময় কে বা কারা এই কাজ করেছে আমরা তাদের দেখতে পাইনি। আমরা ধারণা করছি মধ্যরাতেই মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে আমরা দিশেহারা হয়ে পুলিশকে খবর দেই। মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার বলেন, পাশাপাশি দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। মন্দির কমিটিও এখন পর্যন্ত সন্দেহভাজন কারো নাম বলতে পারেনি। তবে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। মাদারীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণতোষ মন্ডল প্রথম আলোকে বলেন, দুটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে ব্যথিত। যারা এই কাজ করেছে তারা অবশ্য খারাপ প্রকৃতির লোক, তারা সমাজের ভালো চায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, আমি মন্দির কমিটির লোকদের সাথে কথা বলেছি। তাদেরকে বলেছি থানায় অভিযোগ দিতে। এছাড়াও আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এই হামলার সাথে জড়িত তাদের খুজে বের করতে পুলিশ তদন্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App