×

আন্তর্জাতিক

ভারতের ঢাউস রণতরীতে আগুনে নৌসেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:৩০ পিএম

ভারতের ঢাউস রণতরীতে আগুনে নৌসেনা নিহত

ছবি: সংগৃহীত

বন্দরে ঢোকার মুখে ভারতের আইএনএস বিক্রমাদিত্য রণতরীতে আগুন ধরে গেলে শ্বাসরুদ্ধ হয়ে এক নৌসেনার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে কর্নাটকের কারওয়ার বন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

নিহত লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহান আগুন লাগার পর দক্ষ হাতে পরিস্থিতি সামাল দেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণেও এনে ফেলেন। কিন্তু, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় তার। আগুন নেভানোর কাজ চলাকালীনই অজ্ঞান হয়ে যান।

তড়িঘড়ি কারওয়ারের নৌসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চৌহানকে বাঁচানো সম্ভব হয়নি।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহানের নেতৃত্বেই আগুন নেভানোর কাজ শুরু হয়। অসম্ভব সাহসের পরিচয় দেন তিনি।

ডিএস চৌহানের নেতৃত্বে জাহাজের কর্মীরা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলায়, খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও বিৃবতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের জানুয়ারিতে রাশিয়ার কাছ থেকে ২৩০ কোটি মার্কিন ডলারে বিমানবাহী রণতরীটি কেনে ভারত। ২৮৪ মিটার লম্বা ও ৬০ মিটার উচ্চতার এই যুদ্ধজাহাজটি ২০তলা বাড়ির সমান উঁচু। ওজন ৪০০০০ টন। এর উপর ৩০টি মিগ যুদ্ধবিমান ও ৬টি হেলিকপ্টার রাখা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App