×

জাতীয়

নির্বাচিতদের শপথ নিতে সরকারের চাপ আছে : ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:৪২ পিএম

নির্বাচিতদের শপথ নিতে সরকারের চাপ আছে : ফখরুল
বিএনপির নির্বাচিতদের শপথ নেওয়ার জন্য সরকারের চাপ আছে বলে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন। কিন্তু আমাদের সংসদে না যাওয়ার সিদ্ধান্ত বহাল আছে। তবে কেউ দলের সিদ্ধান্ত ভাঙলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জাহিদুর রহমান দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে শপথ নিয়েছেন। তিনি অন্যায় করেছেন। এজন্য তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের আরও কেউ কেউ শপথ নিতে আগ্রহী কিনা জানতে চাইলে তিনি বলেন, একজন গেছেন। বাকি যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ নেয়ার ব্যাপারে আমাদের এখনো কিছু জানাননি। আমাদের দলের সিদ্ধান্ত যেটা ছিল, সেটাই বহাল আছে। আমরা শপথ গ্রহণ করব না, এই বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। সরকার বিএনপি ভাঙার চেষ্টা করছে বলে যে অভিযোগ রয়েছে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে বরাবরই দল ভাঙার প্রচেষ্টা হয়েছে, ভেঙেছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টা করে কখনো কোনো লাভ হয়নি। বিএনপি সব সময়ই ফিরে এসে নিজের পায়ে দাঁড়িয়েছে। বিএনপির মহাসচিব বলেন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এই ধরনের চেষ্টা করে থাকে। বিএনপি জনগণের দল, একটি গোষ্ঠী বা একটি ব্যক্তি যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে দলের ক্ষতি হয় না। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App