×

জাতীয়

জঙ্গি হামলার ব্যাপারে সজাগ থাকতে হবে : আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০২:১৬ পিএম

জঙ্গি হামলার ব্যাপারে সজাগ থাকতে হবে : আইনমন্ত্রী
জঙ্গি হামলার ব্যাপারে সকলকে সজাগ থাকতে অনুরোধ করলেন আইনমন্ত্রী আনিসুল হক এম,পি। মন্ত্রী বলেন, আপনারা সজাগ থাকবেন কেউ যেন কোনধরনের ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গী হামলা করে আমাদের দেশকে কলুষিত না করতে পারে। তার দায়িত্ব আমাদের সকলের। আমি আসা করি আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আজ শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহবায়ক সেলিম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়ন, সহ-সভাপতি যুবরাজ শাহ রাসেল প্রমুখ। মন্ত্রী আরো বলেন, শ্রীলংকায় মা-বাবার সাথে বেড়াতে গিয়ে নিষ্পাপ শিশু জায়ান জঙ্গিদের বোমা হামলায় নিহত হয়েছে। আনন্দের সেই মিছিল লাশে পরিণত হয়েছে।আমরা এসব উগ্র জঙ্গিবাদ ও বোমা হামলা ঘটনার তীব্র নিন্দা জানায় এবং জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে জঙ্গি হামলা থেকে মুক্ত রাখবো । এসময় মন্ত্রী আজ শুক্রবার জুমার নামাজে মসজিদে মসজিদে জঙ্গি হামলায় নিহত বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের নাতি জায়ানের জন্য দোয়া করতে বলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়া আসলে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানায়। পরে আইনমন্ত্রী আনিসুল হক কসবা উপজেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে আখাউড়া ত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App