×

জাতীয়

আমার পরে কে, তা দলই ঠিক করবে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০৭:০৮ পিএম

আমার পরে কে, তা দলই ঠিক করবে: প্রধানমন্ত্রী

গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার পরে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন, তা দলই ঠিক করবে। আজ শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গত ২১ এপ্রিল থেকে তিন দিনের ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হয়, শুধুমাত্র শেখ হাসিনার একক ম্যাজিকে আওয়ামী লীগ টানা তৃতীয়বারসহ চারবার ক্ষমতাসীন হয়েছে। আপনার পরে ভবিষ্যতে কে এই দলের হাল ধরবেন?

জবাবে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। এখানে নেতৃত্ব গঠন হয় গণতান্ত্রিকভাবে। সুতরাং আমি এসব নিয়ে ভাবছি না। আমি এক সময় অবসরে যাব। তখন দলে নতুন নেতৃত্ব আসবে। তবে কে আসবেন, তা দলই ঠিক করবে। আওয়ামী লীগই ঠিক করবে কে নেতৃত্ব দেবে। সেটা আমি ঠিক করব না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে তৃণমূল থেকে সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। কিন্তু, একেকটি সম্মেলন আয়োজন করতে অনেক খরচাপাতি হয়। আয়োজনের ব্যাপার আছে। সামনে সম্মেলন হবে। সেখানেই নেতৃত্ব ঠিক হবে। কখনও কেউ আসে, কেউ চলে যায়, রাজনীতিতে এটা হয়।’

প্রধানমন্ত্রী জানান, তৃণমূল থেকে শুরু করে দলের সবকিছু ডাটাবেজ করা হবে। যাতে তিনি অবসর নিয়ে টুঙ্গিপাড়ায় চলে গেলেও স্যুইচ টিপে সব তথ্য পেতে পারেন।

লিখিত বক্তব্যের শুরুতে শেখ হাসিনা গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ (৮) সবাইকে স্মরণ করেন।

তিনি বলেন, ‘এই বোমা হামলায় আমার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। জায়ানের বাবা মশিউল হক চৌধুরী গুরুতর আহত অবস্থায় শ্রীলঙ্কার হাসপাতালে চিকিৎসাধীন। আমি নিহতদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রনাই বিমানবন্দরে নেমে বোমা হামলার বিষয়ে বিস্তারিত জানতে পারি। সঙ্গে সঙ্গে আমি এই নৃশংস হামলার নিন্দা জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শোকবার্তা পাঠাই।’

তিনি বলেন, ‘আমি এই কাপুরোষিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জনমত সৃষ্টি ও কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।’

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার ব্রুনাই সফরের সফলতা ও বিভিন্ন বিষয়ে চুক্তির বিস্তারিত তুলে ধরেন। বলেন, ‘ব্রুনাইয়ে আমার প্রথম এই সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যকার সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App