×

খেলা

শিরোপার আরো কাছে বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০২:৩২ পিএম

শিরোপার আরো কাছে বার্সা
স্প্যানিশ লা লিগার গতকালের ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। এ দিন ডেপোর্টিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়েছে কোচ আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। ম্যাচে বার্সার হয়ে গোল করেন কার্লোস অ্যালেনা ও লুইস সুয়ারেজ। এ জয়ে শিরোপা ধরে রাখার পথে আরো একধাপ এগিয়ে গেল লিওনেল মেসির দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহ্যাম। ম্যাচটিতে স্পারদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসন। এ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রাখল কোচ রবার্টো পচেট্টেনোর শিষ্যরা। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ওয়াটফোর্ড। শিরোপা জয় নিশ্চিত করার পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এ দিন লা লিগায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডেপোর্টিভো আলাভেসের মুখোমুখি হয় বার্সেলোনা। আলাভেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বার্সা। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে সফরকারীদের এগিয়ে (১-০) নেন মিডফিল্ডার কার্লোস অ্যালেনা। এ সময় ডানদিক থেকে সার্জিও রবার্টোর বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আলাভেসের জালে পাঠান তিনি। ম্যাচের ৬০ মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর আলাভেসের ডিফেন্ডার টমাস পিনারের হাতে বল লাগলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন সুয়ারেজ। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভের্দের শিষ্যরা। ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। নিজেদের শেষ চার ম্যাচের একটিতে জিতলেই লা লিগার চলতি আসরের শিরোপা জয় নিশ্চিত হবে মেসি-সুয়ারেজদের। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারানোর হাত থেকে রক্ষা পেয়েছে টটেনহ্যাম। ম্যাচের ৮৮ মিনিটে স্পারদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের তৃতীয় স্থানে আছে স্পাররা। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট সমানসংখ্যক ম্যাচে ৮৮। এ ছাড়া ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App