×

খেলা

ব্যক্তিগত লক্ষ্য নেই তামিমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০২:৫৭ পিএম

ব্যক্তিগত লক্ষ্য নেই তামিমের
দরজায় কড়া নাড়ছে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট। ৪ বছর পর পর আসে বিশ্বকাপ। তাই তামিম-মুশফিকরা দিন গুনছেন ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের জন্য। তবে একজন ক্রিকেটার তার ক্যারিয়ারে কটা বিশ্বকাপ খেলার সুযোগ পান। টাইগার ওপেনার তামিম ইকবাল অবশ্য ৩০ বছর বয়সেই খেলতে চলেছেন নিজের চতুর্থ বিশ^কাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের সময় থাকবে পুরোপুরি গ্রীষ্ম মৌসুম। তাই গরমকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। ইতোমধ্যে ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে টাইগার দলের বিশ্বকাপ প্রস্তুতি। এখানেও মাঠে প্রচণ্ড গরম। এমন গরমে যে কারো খারপ লাগাই স্বাভাবিক। তবে ৩৪ ডিগ্রি তাপমাত্রার আবহাওয়ায় অনুশীলন করাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তামিম। এই আবহাওয়ায় অনুশীলন করে নিজেদের খাপ খাইয়ে নিতে পারলে, ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। গতকাল মিরপুরে অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন কথা জানান তামিম। ইংল্যান্ডের আবহাওয়া চ্যালেঞ্জ কিনা জানতে চাইলে তামিম আবহাওয়ার ভিন্নতার কথা তুলে ধরে নিজেদের অনুশীলনটা যে সেখানে কাজে লাগবে, সেটাই জানান। তামিম বলেন, ইংল্যান্ডের আবহাওয়া ভিন্ন হবে সম্ভবত। একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, হার্ড ওয়ার্কটা আমরা এখানে করে নিচ্ছি। এ রকম ওয়েদারে রানিং করা, ব্যাটিং করা, ফিল্ডিং করা, জিম করা খুব চ্যালেঞ্জিং। এই যে কষ্টটা আমরা এখানে করে নিচ্ছি, যখন আমরা ওই ধরনের ওয়েদারে যাব, আমার কাছে মনে হয় যে, এটলিস্ট ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে হেল্প করবে। তাই আমার কাছে মনে হয়, দিজ আর দ্য টাইমস হোয়ার উই পুট দ্য হার্ড ওয়ার্ক। আর সবাই চেষ্টা করছে তাদের মতো করে। আরো দুই-তিন দিন প্র্যাকটিস আছে। মে মাসের শুরুতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তামিমের কাছে আয়ারল্যান্ডে বড় চ্যালেঞ্জটা কী হবে? এমন প্রশ্নের চমৎকার জবাবে তামিম বলেন, আমার কাছে মনে হয় কন্ডিশনটা একটা চ্যালেঞ্জ হবে। কারণ আয়ারল্যান্ড এমন একটা দেশ, যেখানে আমরা খুব বেশি খেলিনি। শেষ যে বার খেলেছিলাম, তখনো উইকেট খুব একটা সহজ ছিল না। এটা খুব কঠিন। তাই আমার কাছে মনে হয় আগের সাতটা দিন এবং প্রস্তুতি ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App