×

জাতীয়

বরিশালের ৩৮ উপজেলার নির্বাচিতদের শপথ গ্রহন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ পিএম

বরিশালের ৩৮ উপজেলার নির্বাচিতদের শপথ গ্রহন
বরিশালের ৩৮ উপজেলার নির্বাচিতদের শপথ গ্রহন
বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পৃথকভাবে বিভাগের বিভিন্ন জেলার উপজেলা নির্বাচনে নির্বাচিত জন প্রতিনিধিদের নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম, বরিশাল নব নিযুক্ত পুলিশ কমিশনার মোঃ সাহাবুদ্দিন খান, বিশেষ গোয়েন্দা শাখা (ডিজিএফআই) প্রধান কর্ণেল শরিফুজ্জামান, র‌্যাব -৮ এর পরিচালক আতিকা ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। শপথ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রথমে ঝালকাঠী জেলা, পিরোজপুর জেলা, বরিশাল জেলা, ভোলা জেলা, পটুয়াখালী জেলা ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যানরা শপথ বাক্য পাঠ করেন। বরিশাল বিভাগের ৩৮ উপজেলা চেয়ারম্যানদের ভিতর বরিশাল জেলার গৌরনদী উপজেলায় একমাত্র মহিলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী বাদে বাকি অন্যসব উপজেলায় পুরুষ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, বিভাগের ৪২টি উপজেলার মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের ২য় ধাপে ২৪ মার্চ থেকে প্রর্যায়েক্রমে ৩৮টি উপজেলার নির্বাচন সম্পর্ন হয়েছে। বরিশাল বিভাগের বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা, বরগুনা জেলার তালতলী উপজেলা ও পটুয়াখালী জেলা রাঙ্গাবালি উপজেলায় বিভিন্ন জটিলতার কারনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চেয়ারম্যান জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান উপলক্ষে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্টেশন থেকে শুরু করে নগরীর গড়িয়ার পাড় নামকস্থানের ২কিলোমিটার এলাকাজুড়ে বিশাল গাড়ির জমায়েত হওয়ার কারনে ব্যাপক যানজোটের সৃষ্ঠি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App