×

আন্তর্জাতিক

পুতিন-কিম বৈঠক অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:২৫ পিএম

পুতিন-কিম বৈঠক অনুষ্ঠিত
জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পারস্পরিক সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলের শহর প্রশান্ত মহাসাগর উপকূলের ভ্লাদিভস্তকে এ বৈঠকে বসেন দুই নেতা। উত্তর কোরিয়ার উত্তর সীমানা পেরিয়ে ওই শহরে একদিন আগেই ব্যক্তিগত সাঁজোয়া ট্রেনে পৌঁছান কিম জং উন। তিনি ভ্লাদিভস্তকে নামতেই কিমকে উষ্ণ অভ্যর্থনা জানান রুশ নেতারা। বৈঠকে বসার আগে পুতিন ও কিম হাস্যোজ্জ্বল ভঙ্গিতে করমর্দন করেন। উদ্বোধনী বক্তব্যে রুশ ও উত্তর কোরীয় নেতা দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের ইতিহাসের কথা উল্লেখ করেন। পুতিন বলেন, তিনি কোরিয়ান অঞ্চলে বিরাজমান উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে সহায়তা করতে চান। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আপনার এই রাশিয়া সফরের ফলে কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি কীভাবে সমাধান করতে পারি এবং চলমান প্রক্রিয়ায় রাশিয়া কীভাবে ইতিবাচক উপায়ে ভূমিকা রাখতে পারে তা ভালোভাবে অনুধাবনে আমাদের সাহায্য করবে।’ কিম বলেন, তিনি আশা করেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের জন্য একটি কার্যকর বৈঠক হবে যাদের দীর্ঘ বন্ধুত্বের ইতিহাস রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ক্রেমলিন বিশ্বাস করে, উত্তর কোরিয়ায় ছয়-জাতি আলোচনা যা বর্তমানে স্থগিত আছে, সেটাই এই উপদ্বীপের পরমাণু অস্ত্র বিষয়ক সমস্যা সমাধানের একমাত্র কার্যকর উপায়। ২০০৩ সালে ওই আলোচনা শুরু হয়েছিল, যাতে দুই কোরিয়া ছাড়াও চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছিল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এটাই হতে দ্বিতীয় কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে কিমের প্রথম আলোচনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App