×

জাতীয়

নুসরাত হত্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি : আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:৫৪ পিএম

নুসরাত হত্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি : আইনমন্ত্রী
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, সিলেটের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলাটির মতো এই মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় আইনগত সেবা দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সিলেটের শিশু সামিউল হত্যা মামলা যেমন দ্রুত নিষ্পত্তি করা হয়েছিল, একই ভাবে নুসরাত হত্যা মামলাটিও নিষ্পত্তি করা হবে। এই মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে। গত ৬ এপ্রিল আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় তাকে কৌশলে একটি বহুতল ভবনে ডেকে নিয়ে যায় নুসরাতের সহপাঠী ও অধ্যক্ষের ভাগ্নি পপি। এরপর নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App