×

খেলা

রবিবার দেশে ফিরছেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ০৪:০৮ পিএম

বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়ার জন্য সাকিবকে দেশে ফেরার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারসেরা অলরাউন্ডার দেশে ফিরে বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ২২ অথবা ২৩ এপ্রিল এমন সম্ভাবনার কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত থাকায় যথাসময়ে দেশে ফিরতে না পারলেও ২৮ এপ্রিল রবিবার দেশে ফিরবেন তিনি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন সাকিব। পরের ম্যাচেও তার খেলার সম্ভাবনা রয়েছে। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ইতোমধ্যে ১০টি ম্যাচ খেলেও সাকিব মাঠে নামার সুযোগ পেয়েছেন দুই ম্যাচে। সাকিব আল হাসানের অনুরোধে ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে সাকিবের খরচেই ১০ দিন তাকে অনুশীলন করিয়েছেন তিনি। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল সাকিবকে সঙ্গে নিয়েই ফিরবেন সালাউদ্দিন। কিন্তু বাদ সেধেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। কারণ তাদের দল ছেড়ে দেশে ফিরে যাবেন দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। এ দুই খেলোয়াড় চলে যাবেন বলে সাকিব আল হাসানকে একাদশে নেয়ার পরিকল্পনাই করেছে ফ্র্যাঞ্চাইজিটি। হায়দরাবাদের পরবর্তী রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ২৭ এপ্রিল ম্যাচ খেলে পরদিন দেশে ফিরবেন সাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App