×

জাতীয়

নিথর জায়ান ফিরছে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৫৬ এএম

‘এখানে সমবেদনার ভাষা জানাতে এসো না কেউ/এখানে মুছে দিতে এসো না আমাদের দু’চোখ ভরা অশ্রু/এই অশ্রু ঝরুক লাল রক্তের মত/এই অশ্রু ঝরুক অবিরাম, অনন্তকাল।’ বনানীর দুই নম্বর রোডের ৯ নম্বর বাড়ি। দলীয় নেতাকর্মী থেকে আত্মীয়স্বজন থেমে নেই সমবেদনা জানাতে আসা মানুষের ভিড়। আসছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। সবার চোখেই বেদনার অশ্রু। শোকের মাতম। আজ বুধবার দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আসছে ছোট্ট জায়ান। জায়ান চৌধুরীকে বরণ করে নিতে শেষ প্রস্তুতি শেষ করেছে পরিবার। কিন্তু ছোট্ট এই শিশুটির ভার বইতে পারবে কি জাতি এমন প্রশ্ন সবার মুখে মুখে। শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বলেন, আজ বেলা ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যানবাড়ী মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। তবে জায়ানের বাবা মশিউল হক চৌধুরী এখনো শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি শঙ্কামুক্ত নন। তিনি এখন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত নাতি জায়ান চৌধুরীর জানাজার স্থান পরিদর্শনে এসে গতকাল আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, মশিউল হক চৌধুরীর পায়ে ও পেটে অস্ত্রোপচার হয়েছে। তবে কিডনি ও লিভারে স্প্লিন্টার রয়েছে। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। দুই সপ্তাহের আগে তাকে স্থানান্তর করা যাবে না। জানাজার স্থান পরিদর্শনে এসে সেলিম কিছু নির্দেশনা দেন। সবার কাছে তার নাতির বিদেহী আত্মার জন্য দোয়া চান। আট বছর বয়সী নাতি জায়ানের মৃত্যুতে অঝোরে কেঁদেছেন শেখ সেলিমের মামাতো বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জায়ানের সঙ্গে পারিবারিক নানা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সময় দেখা হতো প্রধানমন্ত্রীর। আদুরে জায়ান প্রধানমন্ত্রীকে দেখলেই জড়িয়ে নানু বলে ধরতো। কাঁদছে পুরো বঙ্গবন্ধু পরিবার। জায়ানের মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পড়েন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এদিকে গতকালও রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় সমবেদনা জানাতে ছুটে গেছেন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। গতকাল সেখানে যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তোফায়েল আহমেদ বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত, ক্ষতিগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবেও অত্যন্ত মর্মাহত। শেখ সেলিম আমার অত্যন্ত কাছের মানুষ। তার নাতির এ ঘটনা একটি পরিবারের ওপর নির্মম আঘাত। আপনারা সবাই দোয়া করবেন। এ ছাড়া জায়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। প্রসঙ্গত, গত রবিবার শ্রীলঙ্কার বিভিন্ন গির্জা, হোটেলসহ বিভিন্ন স্থানে সিরিজ হামলার ঘটনা ঘটে। এ সময় শ্রীলঙ্কা সফররত মশিউল হক চৌধুরী এবং তার ছেলে জায়ান চৌধুরীও বোমা হামলার শিকার হন। গুরুতর আহত জায়ান চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা যায়। আর তার বাবা এখনও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App